শিউপুর, 24 মে: আফ্রিকা থেকে এদেশে নিয়ে আসা জোড়া চিতার মৃত্যু হয়েছে আগেই ৷ এরপর মঙ্গলবার কুনো জাতীয় উদ্যানে মৃত্যু হল এদেশে জন্ম নেওয়া চিতার একটি শাবকের ৷ দু'মাস আগে কুনো জাতীয় উদ্যানে জন্ম নেওয়া 4টি শাবকের মধ্যে একটির মৃত্যু হয় গতকাল ৷ তবে এখনই চিতাগুলিকে সেখান থেকে স্থানান্তরিত করা হচ্ছে না ৷ কারণ, চিতাদের সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে একমাত্র কেন্দ্রীয় সরকার ৷ এমনটাই জানালেন মধ্যপ্রদেশের প্রধান বন সংরক্ষক জেএস চৌহান ৷ তিনি জানান, চিতাগুলিকে স্থানান্তরিত করা তাদের এক্তিয়ারের বাইরে এবং শুধুমাত্র কেন্দ্রই তা করতে পারে ৷ কুনো ন্যাশনাল পার্ক সূত্রে খবর, পার্কে চিতা শাবকের সংখ্যা চার থেকে তিনে নেমে এসেছে ।
জেএস চৌহান এএনআই-কে বলেছেন, "চিতাদের অন্য কোনও জায়গায় স্থানান্তর করার সিদ্ধান্ত শুধুমাত্র কেন্দ্রীয় সরকারই নিতে পারে ৷ এটা আমাদের নিয়ন্ত্রণে নেই । কুনো ন্যাশনাল পার্কে সূত্রে খবর, জুয়ালা নামে চিতার একটি শাবকের দুর্বলতার কারণে মৃত্যু হয়েছে ৷ তিনি আরও বলেন, "চলতি বছর 24 মার্চ জুয়ালা চারটি শাবকের জন্ম দেয়। আমরা তাদের ক্রমাগত নজরদারি করছি । দেড় মাস পর মা জুয়ালা-সহ এই শাবকগুলিকে বের করে আনা হচ্ছিল এবং তখন থেকেই লক্ষ্য করা গিয়েছিল যে তাদের মধ্যে একটি শাবক কিছুটা দুর্বল। বাকিগুলোর তুলনায় এটা নিস্তেজই ছিল।"