পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বোড়োল্যান্ড জয়ই ভোটের ট্রেলার, অনুপ্রবেশকারী ও বন্যামুক্ত করব অসম : শাহ - অসম নির্বাচন

বোড়োল্যান্ডের সাফল্যই অসম নির্বাচনের ট্রেলার। কোকরাঝাড়ে গিয়ে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, বিজেপিকে ক্ষমতায় আনলে হিংসামুক্ত, অনুপ্রবেশকারীমুক্ত ও বন্যামুক্ত হবে অসম।

"Only BJP Can....": Amit Shah Says Bodoland Win A Trailer For Assam Polls
বোড়োল্যান্ড জয়ই ভোটের ট্রেলার, অনুপ্রবেশকারী ও বন্যামুক্ত করব অসম: অমিত শাহ

By

Published : Jan 24, 2021, 6:57 PM IST

নয়াদিল্লি, 24 জানুয়ারি : বিজেপিকে ক্ষমতায় আনলে হিংসা মুক্ত, অনুপ্রবেশকারী মুক্ত ও বন্যা মুক্ত হবে অসম। কোকরাঝাড়ে গিয়ে অসমবাসীকে এই প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বোড়োল্যান্ডের সাফল্যই অসম নির্বাচনের ট্রেলার বলেও দাবি করেন তিনি।

গত ডিসেম্বরে ইউনাইটেড পিপলস পার্টি লিবারেলের হাত ধরে বোড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলে জয় পেয়েছিল বিজেপি। বোড়োল্যান্ড আন্দোলনে যাঁদের প্রাণ গিয়েছিল, তাঁদের পরিবারের হাতে সরকারি অনুদান তুলে দিয়ে শাহ বলেন, বোড়োল্যান্ড চুক্তি স্বাক্ষরের পর থেকে এক বছর কেটে গিয়েছে। আর এখন বিটিসি-র নির্বাচন শান্তিপূর্ণ ভাবে হয়েছে। এই রিজিয়নের আরও উন্নতি হবে। বোড়ো রিজয়নের সঙ্গে সংযোগরক্ষাকারী রাস্তা তৈরির জন্য কেন্দ্র 500 কোটি টাকা বরাদ্দ করেছে বলেও ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ''এ বার উন্নয়নের পথে হাঁটা শুরু করবে বোড়োল্যান্ড। এক সময়ে এই রিজিয়ন রক্তস্নান দেখেছে। এখন এটি সর্বাধিক উন্নয়ন দেখবে। এক বছর আগে যখন বিটিআর স্বাক্ষর হয়েছিল, তখন নাশকতা রুখতে মোদিজি আমায় আলোচনার প্রক্রিয়া চালাতে বলেছিলেন...এখন, এই প্রথমবার আমরা বোড়ো ও অ-বোড়োদের একসঙ্গে দেখতে পাচ্ছি। যাঁরা বোড়ো ও অ-বোড়োদের আলাদা করেছিল, এটা তাঁদের উদ্দেশে মোক্ষম জবাব।'' খুব শিগগিরই বোড়োল্যান্ড অসমের সবথেকে উন্নত এলাকা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ।

আরও পড়ুন: দারুণ বেড়েছে 'জিডিপি', জ্বালানির দামবৃদ্ধি নিয়ে কটাক্ষ রাহুলের

দু'দিনের সফরে ওই রিজিয়নে সফরে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। একদিন আগেই অসমের শিবসাগর জেলার একটি অনুষ্ঠানে অংশ নিয়ে রাজ্যের স্বশাসিত সম্প্রদায়গুলিকে এক লাখেরও বেশি জমি দান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তিনি নাগরিকত্ব আইন নিয়ে সে দিন কোনও কথা বলেননি। একই পথে হেঁটেছেন অমিত শাহও। তবে মোদী-শাহের সফরে CAA বিক্ষোভের আঁচ পড়া তাতে বন্ধ হয়নি। অল অসম স্টুডেন্টস ইউনিয়ন সিএএ-র প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখায়।

পরে নলবাড়িতে অমিত শাহ বলেন, ''আপনারা কি চান অসম অনুপ্রবেশকারীমুক্ত হোক? কংগ্রেস কি অনুপ্রবেশ মুক্ত করতে পারবে? বরং তারা দরজা আরও খুলে দেবে। আমাদের পাঁচটা বছর দিন, আমরা হিংসামুক্ত, অনুপ্রবেশকারী মুক্ত, বন্যামুক্ত অসম গড়ে দেখাব।''

ABOUT THE AUTHOR

...view details