নয়াদিল্লি, 24 জানুয়ারি : বিজেপিকে ক্ষমতায় আনলে হিংসা মুক্ত, অনুপ্রবেশকারী মুক্ত ও বন্যা মুক্ত হবে অসম। কোকরাঝাড়ে গিয়ে অসমবাসীকে এই প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বোড়োল্যান্ডের সাফল্যই অসম নির্বাচনের ট্রেলার বলেও দাবি করেন তিনি।
গত ডিসেম্বরে ইউনাইটেড পিপলস পার্টি লিবারেলের হাত ধরে বোড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলে জয় পেয়েছিল বিজেপি। বোড়োল্যান্ড আন্দোলনে যাঁদের প্রাণ গিয়েছিল, তাঁদের পরিবারের হাতে সরকারি অনুদান তুলে দিয়ে শাহ বলেন, বোড়োল্যান্ড চুক্তি স্বাক্ষরের পর থেকে এক বছর কেটে গিয়েছে। আর এখন বিটিসি-র নির্বাচন শান্তিপূর্ণ ভাবে হয়েছে। এই রিজিয়নের আরও উন্নতি হবে। বোড়ো রিজয়নের সঙ্গে সংযোগরক্ষাকারী রাস্তা তৈরির জন্য কেন্দ্র 500 কোটি টাকা বরাদ্দ করেছে বলেও ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ''এ বার উন্নয়নের পথে হাঁটা শুরু করবে বোড়োল্যান্ড। এক সময়ে এই রিজিয়ন রক্তস্নান দেখেছে। এখন এটি সর্বাধিক উন্নয়ন দেখবে। এক বছর আগে যখন বিটিআর স্বাক্ষর হয়েছিল, তখন নাশকতা রুখতে মোদিজি আমায় আলোচনার প্রক্রিয়া চালাতে বলেছিলেন...এখন, এই প্রথমবার আমরা বোড়ো ও অ-বোড়োদের একসঙ্গে দেখতে পাচ্ছি। যাঁরা বোড়ো ও অ-বোড়োদের আলাদা করেছিল, এটা তাঁদের উদ্দেশে মোক্ষম জবাব।'' খুব শিগগিরই বোড়োল্যান্ড অসমের সবথেকে উন্নত এলাকা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ।