শিমলা, 12 জুলাই:হিমাচল প্রদেশে অবিরাম বৃষ্টির জেরে জনজীবন একেবারে বিপর্যস্ত ৷ রাজ্যজুড়ে ধরা দিয়েছে ধ্বংসের ছবি । হড়পা বানে তালগোল পাকিয়ে গিয়েছে সেখানকার বাসিন্দাদের যাবতীয় পূর্ব পরিকল্পনাও ৷ তবে এই দুর্যোগ নির্ধারিত একটি বিয়ে রুখতে পারেনি ৷ শিমলার আশিস সিংহ অনলাইনে বিয়ে করলেন কুলুর শিবানী ঠাকুরকে । এই অভিনব বিয়ে নিয়ে সোশাল মিডিয়ায় চলছে তুমুল চর্চা ৷
হিমাচলে অনন্য বিয়ে: জানা গিয়েছে, 10 জুলাই, সোমবার ঠিক ছিল বিয়ের তারিখ ৷ পাত্র শিমলা জেলার কোটগড়ের বাসিন্দা আশিস সিংহ ও পাত্রী কুলু জেলার ভুন্তার বাসিন্দা শিবানী ঠাকুর ৷ কিন্তু গত কয়েকদিন ধরে প্রকৃতির রোষ চিন্তা বাড়িয়েছিল বর ও কনেপক্ষের ৷ মুষলধারে বৃষ্টি ও হড়পা বানে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন ৷ পরিবারের সদস্যরা এক বছর ধরে ধূমধাম করে বিয়ের প্রস্তুতি নিলেও বৃষ্টিতে সবকিছু ভেস্তে যায় । সবাই ভেবেছিলেন যে, হয়তো বিয়েটা পিছিয়ে দিতে হবে ৷ কিন্তু তা করতে হয়নি ৷ ইচ্ছে ও প্রযুক্তির জোরে বিয়েটা হয়েছে ৷ প্রবল বৃষ্টি ও ভাঙনের মধ্যেও অনলাইনে বিয়ে সেরে ফেলল এই জুটি ৷
অনলাইনে বিয়ে: অনলাইনে বিয়ে ৷ তাই সাত পাকে ঘোরার ব্যাপার নেই ৷ সিঁদুরদান বা মঙ্গলসূত্র পরানো কিছুই হয়নি ৷ তবে পুরোহিত ভিডিয়ো কলের মাধ্যমে বর-কনেকে একে অপরের মুখোমুখি বসিয়ে মন্ত্রোচ্চারণ করান ৷ যতটুকু সম্ভব সব আচার-অনুষ্ঠান অনলাইনে সম্পন্ন হয় ।