জম্মু, 12 এপ্রিল : অনলাইনে এবছরের অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন শুরু হবে আগামী 15 এপ্রিল থেকে ৷ বালতাল এবং চন্দনওয়ারি, দু’টি রুটেই অমরনাথ যেতে পারবেন তীর্থযাত্রীরা ৷
সংশ্লিষ্ট প্রশাসনের তরফে জানানো হয়েছে, এ বছর 56 দিনের এই যাত্রা শুরু হবে আগামী 28 জুন এবং শেষ হবে রাখী পূর্ণিমার দিন, আগামী 22 অগাস্ট ৷
শ্রী অমরনাথজি মন্দির বোর্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (সিইও) নীতীশ্বর কুমার জানিয়েছেন, যাত্রার জন্য নাম রেজিস্টার করতে তীর্যযাত্রীদের ইউআরএল-এ www.jksasb.nic.in টাইপ করে REGISTER লেখা অংশে মাউস ক্লিক করতে হবে ৷ এরপর নির্দেশাবলী মোতাবেক তীর্যযাত্রীকে তাঁর নাম নথিভুক্ত করতে হবে ৷ এরজন্য সংশ্লিষ্ট ব্য়ক্তিকে অনলাইন আবেদনপত্রেই নিজের সমস্ত তথ্য পেশ করতে হবে ৷ সঙ্গে একটি ছবি এবং একটি হেল্থ সার্টিফিকেটও অ্য়াটাচমেন্টের মাধ্যমে জমা দিতে হবে ৷ যা সকলের জন্যই বাধ্যতামূলক ৷