গদগ (কর্ণাটক), 30 নভেম্বর:পেঁয়াজ চাষ করে কান্না আর থামছে না কর্ণাটকের (Karnataka) গদগের (Gadag) কৃষকদের (Onion Farmers) ! তাঁরা এত দিন জানতেন, গ্রাম থেকে একটু কষ্ট করে বেঙ্গালুরু শহরে ফসল নিয়ে পৌঁছলেই পেঁয়াজের ভালো দাম পাওয়া যাবে ৷ কিন্তু, তার বদলে যা ঘটল, তা দেখে কার্যত মূর্ছা যাওয়ার জোগাড় হল তাঁদের !
ঘটনাটা তাহলে একটু ভেঙেই বলা যাক ৷ অতিরিক্ত বৃষ্টি সত্ত্বেও এবছর গদগ জেলায় পেঁয়াজের ফলন হয়েছে ভালোই ৷ বেশি দাম পেতে সেই পেঁয়াজ বেঙ্গালুরুর পাইকারি বাজারে নিয়ে যান কৃষকরা ৷ তাঁদের মধ্য়ে একজন সব মিলিয়ে মোট 205 কিলো পেঁয়াজ বিক্রি করেন ৷ কিন্তু, পেঁয়াজ চাষ ও পরিবহণের খরচ বাদ দিয়ে তাঁর লাভ হয় মাত্র 8 (আট) টাকা 36 পয়সা ! এই ঘটনার পর বাজারে বসেই কাঁদতে শুরু করে দেন ওই কৃষক ৷ তাঁর অভিযোগ, পাইকারদের জন্যই আজ এই অবস্থা তৈরি হয়েছে ৷ অন্য়ান্য রাজ্যের তুলনায় কর্ণাটকে পেঁয়াজের পাইকারি দাম এতটাই কম যে চাষের খরচটুকুও উঠছে না ৷ এভাবে চললে তাঁদের পক্ষে আর চাষবাস করা সম্ভব হবে না বলেও জানিয়েছেন কৃষকরা ৷ আর একজন কৃষক বেঙ্গালুরু এবং যশবন্তপুরের বাজার মিলিয়ে মোট 212 কেজি পেঁয়াজ বিক্রি করেছেন ৷ তাঁর লাভ হয়েছে মাত্র 424 টাকা ৷ কিন্তু, এর থেকে পরিবহণ-সহ অন্য়ান্য খরচ বাদ দিলে বাকি থাকছে 10 টাকা !