পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Agnipath Scheme Protest : অগ্নিপথে অগ্নিগর্ভ দেশ ! বিক্ষোভ থামাতে সেকেন্দ্রাবাদে পুলিশের গুলিতে মৃত 1, আহত 15 - বিক্ষোভ থামাতে সেকেন্দ্রাবাদে পুলিশের গুলি

অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ চলছে দেশজুড়ে ৷ উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালিয়েছে তেলেঙ্গানা পুলিশ । এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মৃত্যু হয়েছে এক বিক্ষোভকারীর । গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে 15 জনকে (One person killed and several injured) ।

Agnipath Protests News
Agnipath Protests News

By

Published : Jun 17, 2022, 1:05 PM IST

Updated : Jun 17, 2022, 4:15 PM IST

পটনা, বালিয়া ও হায়দরাবাদ, 17 জুন : কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভের আঁচ পৌঁছেছে দেশের বিভিন্ন প্রান্তে । পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশের পরিস্থিতি কার্যত উত্তাল । শুক্রবার সকাল থেকেই সেকেন্দ্রাবাদ স্টেশনে দাউ দাউ করে জ্বলছে ট্রেন । তা থামাতে নামানো হয়েছে বিশাল পুলিশবাহিনী । বিক্ষোভ থামাতে গুলি চালায় পুলিশ । এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তাতে মৃত্যু হয়েছে 1 বিক্ষোভকারীর । গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে 15 জনকে (One person killed and several injured amid protests in Hyderabad) ।

সকালেই লখিসরাই স্টেশনে বিক্রমশীলা এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন লাগানো হয়েছিল ৷ সকালে হাজিপুর-বরাউনি রেলওয়ে সেকশনের মহিউদ্দিননগর স্টেশনে সমস্তিপুরে জম্মু তাওয়াই-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনে আগুন লাগিয়ে দেয় । সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসও ভাঙচুর করা হয় । বক্সারে রেলওয়ে ট্র্যাকে নেমে ডুমরাঁও রেলওয়ে স্টেশনের আপ এবং ডাউন উভয় লাইন অবরোধ করে । উত্তরপ্রদেশের বালিয়া রেলওয়ে স্টেশনেও ট্রেন ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় । দোকানেও তাণ্ডব চালিয়ে তছনছ করে বিক্ষোভকারীরা । উন্মত্ত জনতাকে ঠেকাতে বালিয়া পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে ।

বিক্ষোভের আঁচ রাজ্যে পৌঁছেছে পশ্চিমবঙ্গেও । এদিন সকালে শিয়ালদা-বনগাঁ শাখার ঠাকুরনগরে রেল অবরোধ করে ছাত্র, সাধারণ চাকরি প্রার্থীরা । প্রায় দেড় ঘণ্টা রেল অবরোধের পর যাত্রীদের অসুবিধের কথা ভেবে এবং প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা (Rail blocked in Thakurnagar station)। পরে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় তারা ।

উত্তাল দেশের বিভিন্ন প্রান্ত

আরও পড়ুন : অগ্নিপথ প্রত্যাহারের দাবিতে ঠাকুরনগরের রেল অবরোধ, বিক্ষোভ শান্তনু ঠাকুরের বাড়ির সামনে

মঙ্গলবার স্থল, জল এবং বায়ু মিলিয়ে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে নতুন 'অগ্নিপথ' প্রকল্পের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ এতে সুযোগ পাওয়া জওয়ানরা 4 বছর কাজ করতে পারবেন ৷ মেয়াদ শেষে মোট নিয়োগের 25 শতাংশকে ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে ৷ বাকিদের চুক্তি শেষ হবে অর্থাৎ তাঁরা আর চাকরিতে বহাল থাকবেন না ৷ এর জন্য কোনও পেনশনও পাবেন না জওয়ানরা ৷ উলটে বেতন থেকে কিছু টাকাও কেটে নেওয়া হবে ৷ মেয়াদ শেষে 'সেবা নিধি' প্রকল্পের আওতায় নগদ টাকা তুলে দেওয়া হবে জওয়ানের হাতে ৷ সব মিলিয়ে এই চাকরি চুক্তিভিত্তিক এবং স্বল্পমেয়াদি ৷

সেকেন্দ্রাবাদ স্টেশনে জ্বালিয়ে দেওয়া হয়েছে ট্রেন

দু'বছর বাদে 2022-এ এই নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রার্থীদের বয়স 17-21 বছর পর্যন্ত ছিল ৷ পরে লাগাতার আন্দোলনের ফলে বৃহস্পতিবার মন্ত্রক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বয়সের ঊর্ধ্বসীমা 21 থেকে 23 বছর করার কথা জানায় ৷ তাতেও থামেনি বিক্ষোভ ৷ তিন দিন ধরে প্রতিবাদের আগুন জ্বলছে দেশজুড়ে ৷

আরও পড়ুন : লখিসরাই স্টেশনে ট্রেনে আগুন, অগ্নিপথের প্রতিবাদ জারি

বিক্ষুব্ধ জনতা ট্রেনযাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়েছে ৷ ট্রেন ছেড়ে পালিয়ে গিয়েছেন যাত্রীরা ৷ তাদের কাছ থেকে লুঠ করা জিনিসপত্র নিয়ে বক্সারের রেললাইনে বসেছে তারা ৷ দুমরাও রেল স্টেশনে আপ-ডাউন লাইনও ব্লক করেছে ৷ দিল্লি-কলকাতা রেলের মেন রোড অবরোধ হওয়ায় বহু ট্রেনই সময়মতো গন্তব্যে পৌঁছতে পারছে না ৷

Last Updated : Jun 17, 2022, 4:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details