পটনা, বালিয়া ও হায়দরাবাদ, 17 জুন : কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভের আঁচ পৌঁছেছে দেশের বিভিন্ন প্রান্তে । পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশের পরিস্থিতি কার্যত উত্তাল । শুক্রবার সকাল থেকেই সেকেন্দ্রাবাদ স্টেশনে দাউ দাউ করে জ্বলছে ট্রেন । তা থামাতে নামানো হয়েছে বিশাল পুলিশবাহিনী । বিক্ষোভ থামাতে গুলি চালায় পুলিশ । এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তাতে মৃত্যু হয়েছে 1 বিক্ষোভকারীর । গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে 15 জনকে (One person killed and several injured amid protests in Hyderabad) ।
সকালেই লখিসরাই স্টেশনে বিক্রমশীলা এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন লাগানো হয়েছিল ৷ সকালে হাজিপুর-বরাউনি রেলওয়ে সেকশনের মহিউদ্দিননগর স্টেশনে সমস্তিপুরে জম্মু তাওয়াই-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনে আগুন লাগিয়ে দেয় । সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেসও ভাঙচুর করা হয় । বক্সারে রেলওয়ে ট্র্যাকে নেমে ডুমরাঁও রেলওয়ে স্টেশনের আপ এবং ডাউন উভয় লাইন অবরোধ করে । উত্তরপ্রদেশের বালিয়া রেলওয়ে স্টেশনেও ট্রেন ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় । দোকানেও তাণ্ডব চালিয়ে তছনছ করে বিক্ষোভকারীরা । উন্মত্ত জনতাকে ঠেকাতে বালিয়া পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে ।
বিক্ষোভের আঁচ রাজ্যে পৌঁছেছে পশ্চিমবঙ্গেও । এদিন সকালে শিয়ালদা-বনগাঁ শাখার ঠাকুরনগরে রেল অবরোধ করে ছাত্র, সাধারণ চাকরি প্রার্থীরা । প্রায় দেড় ঘণ্টা রেল অবরোধের পর যাত্রীদের অসুবিধের কথা ভেবে এবং প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা (Rail blocked in Thakurnagar station)। পরে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় তারা ।
আরও পড়ুন : অগ্নিপথ প্রত্যাহারের দাবিতে ঠাকুরনগরের রেল অবরোধ, বিক্ষোভ শান্তনু ঠাকুরের বাড়ির সামনে