পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Hoax Bomb Threat: মদের নেশায় গুগলের অফিস উড়িয়ে দেওয়ার হুমকি ! আটক অভিযুক্ত - পুণে

পুণের গুগল অফিসে (Google Office at Pune) ভুয়ো বোমাতঙ্ক (Hoax Bomb Threat) ! ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ ৷

one person held from Hyderabad for Hoax Bomb Threat in Google Office at Pune
প্রতীকী ছবি

By

Published : Feb 13, 2023, 1:23 PM IST

পুণে, 13 ফেব্রুয়ারি:ফের ভুয়ো বোমাতঙ্ক (Hoax Bomb Threat) ! এবারের ঘটনাস্থল গুগলের পুণের অফিস (Google Office at Pune) ! এই ঘটনায় ইতিমধ্য়েই এক ব্যক্তিকে পাকড়াও করা হয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি হায়দরাবাদের বাসিন্দা ৷ তাঁকে সেখান থেকেই আটক করা হয়েছে বলে খবর ৷

সোমবারের সকাল ৷ সপ্তাহের প্রথম কাজের দিন ৷ ঘড়িতে সময় 7টা 54 মিনিট ৷ মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে অবস্থিত গুগলের অফিসে একটি ফোন আসে ৷ সেই ফোনে অচেনা কোনও এক ব্যক্তি দাবি করেন, সংস্থার পুণের অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ! উল্লেখ্য, পুণের মুনধোয়া এলাকায় একটি বাণিজ্যিক বহুতলে গুগলের কার্যালয় ৷ গুগলের মুম্বই অফিসে ফোন করা ব্যক্তি দাবি করেন, পুণের ওই বাণিজ্যিক বহুতলের 12 তলায় বোমা লুকিয়ে রাখা হয়েছে !

আরও পড়ুন:বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি ! গ্রেফতার মহিলা যাত্রী

সঙ্গে সঙ্গে এই খবর পাঠানো হয় গুগলের পুণের অফিসে ৷ নিরাপত্তার স্বার্থে বহুতলটি খালি করে দেওয়া হয় ৷ কিন্তু, পরে জানা যায়, পুরোটাই আসলে ভুয়ো ৷ পুলিশের দাবি, হায়দরাবাদের এক বাসিন্দা মদ্যপ অবস্থায় এই কাণ্ড ঘটিয়েছেন! তিনি যা করেছেন, তার সবটাই মদের নেশায় ! এই ঘটনায় গুগলের পক্ষ থেকে ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ পুণের বিকেসি থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তারা ৷ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 505(1)(বি) এবং 506 ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷ বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷ পুণে পুলিশের সঙ্গে তদন্তে সহযোগিতা করছে মুম্বই পুলিশ ৷

বোমা থাকার ফোন আসার পর সোমবারই গুগলের পুণের অফিসে আসেন পুণে পুলিশের বম্ব স্কোয়াডের কর্মীরা ৷ তাঁরা ওই বহুতলে ভালো মতো তল্লাশি করে কোনও বোমা বা বিস্ফোরক খুঁজে পাননি ৷ পুণে পুলিশের ডেপুটি কমিশনার বিক্রান্ত দেশমুখ এই প্রসঙ্গে বলেন, "ফোন করে বোমা থাকার যে খবর দেওয়া হয়েছিল, তা আদতে ভুয়ো ৷ যিনি ফোন করেছিলেন, তাঁকে পাকড়াও করা হয়েছে ৷ তিনি হায়দরাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, ফোন করার সময় ওই ব্যক্তি মদ্যপ ছিলেন ৷ গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷"

ABOUT THE AUTHOR

...view details