রজৌরি, 2 জানুয়ারি: গতকাল রাজৌরির আপার ডাংরি গ্রামে সন্ত্রাস হামলার পর, আজ ফের বিস্ফোরণের ঘটনা ঘটল ৷ বিস্ফোরণে আত 1 শিশুর মৃত্যু হয়েছে ৷ পাশাপাশি এই ঘটনায় 5 জন গুরুতর আহতও হয়েছেন ৷ তাঁদের মধ্যে 1 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীর পুলিশের অতিরিক্ত ডিজি মুকেশ সিং ৷ জানা গিয়েছে, গতকাল সন্ত্রাসবাদী হামলায় মৃত এক ব্যক্তির বাড়ির কাছেই এই বিস্ফোরণটি হয়েছে (One Person Dead in Bomb Blast in Rajouris Upper Dangri village) ৷
এই ঘটনায় ওই এলাকায় আরও একটি আইইডি উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনী ৷ সেটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ জম্মু পুলিশের এডিজি মুকেশ সিং বলেছেন, ‘‘গতকাল প্রথমে যে বাড়িতে গুলি চালানো হয়, তার কাছেই এদিন সকালে একটি বিস্ফোরণ হয়েছে ৷ এই ঘটনায় 5 জন আহত হয়েছেন ৷ বিস্ফোরণে জখম এক শিশুর মৃত্যু হয়েছে ৷ আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷’’ তিনি জানিয়েছেন, ঘটনার পরেই ওই গ্রামে শীর্ষ আধিকারিক এবং নিরাপত্তাবাহিনীর সদস্যরা পৌঁছেছেন ৷
অন্যদিকে, রাজৌরির ডিংরা গ্রামে একের পর এক সন্ত্রাসবাদী হামলার ঘটনার পরেই অশান্ত হয়ে উঠেছে উপত্যকা ৷ সাধারণ নাগরিকদের মৃত্যুর প্রতিবাদে সোমবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছে ৷ পার্বত্য গ্রাম ডাংরির প্রধান মোড়ে স্থানীয়রা জমায়েত করে বিক্ষোভ দেখাচ্ছেন ৷ সেখানে পুলিশ ও জেলা প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গিয়েছে সাধারণকে ৷ পাশাপাশি, উপরাজ্যপাল মনোজ সিনহা যাতে তাঁদের দাবি শোনেন সেই আবেদনও জানান আন্দোলনকারী গ্রামবাসীরা ৷ পাশাপাশি, রজৌরি বনধের ডাকও দিয়েছেন স্থানীয়রা ৷
আরও পড়ুন:সন্ত্রাসবাদীদের নিশানায় পঞ্জাব ! জারি সতর্কতা
প্রসঙ্গত, রবিবার সন্ধ্যেয় রাজৌরির ডাংরি গ্রামে দুই সশস্ত্র সন্ত্রাসবাদী হামলা চালায় (Terror Attack in Rajouri) ৷ 50 মিটার এলাকার মধ্যে থাকা 3টি বাড়িকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সন্ত্রাসবাদীরা ৷ ওই ঘটনায় মোট 14 জন গুলিবিদ্ধ হন ৷ 3 জন ঘটনাস্থলেই মারা যান এবং 1 জন পরবর্তী সময়ে হাসপাতালে মারা গিয়েছেন বলে জানিয়েছেন জম্মুর এডিজি ৷ বাকি আহতদের শরীরে একাধিক বুলেটের ক্ষত রয়েছে বলে হাসপাতালের সুপার জানিয়েছেন ৷