নয়াদিল্লি, 19 অগস্ট: বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ আদালতের এই নির্দেশকে স্বাগত জানালেন রাজ্যে ভোট-হিংসা খতিয়ে দেখতে আসা জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission) অন্যতম সদস্য আতিফ রশিদ (Atif Rasheed) ৷
কলকাতা হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা নিয়ে মামলা হওয়ার পর জাতীয় মানবাধিকার কমিশনকে কমিটি গড়ে তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট ৷ এরপরই রাজ্য়ের বিভিন্ন জেলায় ঘুরে হিংসা পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেয় মানবাধিকার কমিশন নিযুক্ত কমিটি ৷ সেই কমিটিরই অন্যতম সদস্য ছিলেন আতিফ রশিদ ৷ বৃহস্পতিবার আতিফ রশিদ বলেন, "পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত ৷ যাঁরা একটি রাজনৈতিক দলের সমর্থক হওয়ার দোষে আক্রান্ত হয়েছেন ৷ যাঁদের খুন, ধর্ষণ পর্যন্ত করা হয়েছে, তাঁদের ন্যায়বিচারের জন্য এটা প্রথম পদক্ষেপ ৷"