নয়াদিল্লি, 26 সেপ্টেম্বর: মনমোহন সিং ভারতের অন্যতম সেরা দেশনায়ক ৷ প্রাক্তন প্রধানমন্ত্রীকে (Manmohan Singh Birthday) তাঁর 90তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে এমনই দাবি করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)৷ দেশের উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে মনমোহন সিং-এর সমকক্ষ খুব কমই রয়েছেন বলে মনে করেন রাগা (Rahul Gandhi wishes Manmohan Singh)৷
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আজ টুইট করে রাহুল লিখেছেন, "ভারতের অন্যতম সেরা দেশনায়ককে শুভেচ্ছা জানাই, শুভ জন্মদিন ড. মনমোহন সিং ৷ ভারতের উন্নয়নে তাঁর যে নম্রতা, নিষ্ঠা ও অবদান রয়েছে তার সমকক্ষ খুব কমই আছেন ৷" রাহুলের মতে, "তিনি আমার কাছে ও কোটি কোটি ভারতীয়ের কাছে একটা অনুপ্রেরণা ৷ তাঁর সুস্বাস্থ্য ও সুখী জীবন প্রার্থনা করি ৷"