কোঝিকোড়, 14 সেপ্টেম্বর: নিপা ভাইরাসে আক্রান্ত আরও এক ৷ কেরলের কোঝিকোড়ে আরও একজনের শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে ৷ রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, বুধবার বেসরকারি হাসপাতালের এক কর্মী নিপা ভাইরাস পজিটিভ ৷ এই অবস্থায় দু'দিন জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন ৷
24 বছর বয়সি ওই কর্মীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ সূত্রের খবর, তিনি নিপা ভাইরাসে আক্রান্ত এক রোগীর সংস্পর্শে এসেছিলেন ৷ এর ফলে কেরলে নিপা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল 5 ৷ এর মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে ৷ বাকি 3 জনের চিকিৎসা চলছে ৷ এই অবস্থায় কোঝিকোড়ের স্বাস্থ্য দফতর জেলার বিভিন্ন জায়গায় ভিড় নিয়ন্ত্রণের উদ্যোগ নিয়েছে ৷ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং অন্য মন্ত্রীদের সঙ্গে একটি পর্যালোচনামূলক বৈঠক করেছেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী বীণা জর্জ ৷
বৈঠক শেষে মন্ত্রী বীণা জর্জ ভিড় নিয়ন্ত্রণের পদক্ষেপের কথা ঘোষণা করেন ৷ পিটিআই সূত্রে খবর, ইতিমধ্যে কোঝিকোড়ের পাশাপাশি ওয়েনাড়েও 24 ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে ৷ বৃহস্পতি ও শুক্রবার কোঝিকোড়ের সব শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করেছে জেলা প্রশাসন ৷ জেলার কালেক্টর এ গীতা সামাজিক মাধ্যমে একটি পোস্টে এই কথা জানিয়েছেন ৷ তিনি অনলাইনে ক্লাস হবে বলে ঘোষণা করেছেন ৷ তবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সূচিতে কোনও পরিবর্তন হবে না ৷