কোটা, 28 সেপ্টেম্বর: ফের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল রাজস্থানের কোটায় ৷ এবার ঘটনাস্থল কোটা শহরের কুনহাড়ি থানা এলাকায় ৷ অভিযোগ, বুধবার তানভির খান নামে বছর কুড়ির ওই তরুণ আত্মঘাতী হন ৷ তিনি উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের বাসিন্দা ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, তানভির দ্বাদশ শ্রেণি পাশ করার পর উচ্চশিক্ষার জন্য গত এক বছর ধরে কোটায় থাকছিলেন ৷ তবে তিনি কোনও কোচিং প্রতিষ্ঠানে পড়তেন না ৷ নিজেই উচ্চশিক্ষার পড়াশোনা করছিলেন ৷ স্থানীয় কৃষ্ণবিহারে একটি ভাড়াবাড়িতে তিনি থাকতেন ৷ তাঁর সঙ্গে তাঁর বাবা মহম্মদ হোসেন এবং বোন তাহিন্দা খানও থাকতেন ৷ তাঁর বাবা কোটাতেই একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের কোচিং দেন ৷
পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে ঘটনাটি ঘটে৷ ঘটনার সময় নিহতের বোন তাহিন্দা খান কৃষ্ণবিহারের ভাড়াবাড়িতে ছিলেন । তানভির তাঁর বোনকে জানান যে তিনি পোশাক পালটাতে ঘরে যাচ্ছেন ৷ এই বলে তিনি ঘরে প্রবেশ করেন ৷ তার পর দীর্ঘক্ষণ ধরে তিনি না বের হওয়ায় সন্দেহ বোনের ৷
পুলিশ আরও জানিয়েছে যে দাদা দীর্ঘক্ষণ বের না হওয়ায় তাহিন্দা দাদাকে বাইরে থেকে ডাকাডাকি শুরু করেন ৷ তার পরও না বের হওয়ায় তিনি ঘরে যান৷ তখন দাদাকে অচৈতন্য অবস্থায় দেখেন ৷