কোঝিকোড়, 15 সেপ্টেম্বর: কোঝিকোড়ে আরও একজনের শরীরে পাওয়া গেল নিপা ভাইরাসের জীবাণু ৷ আজ সরকারিভাবে সেই খবর নিশ্চিত করা হয়েছে ৷ 39 বছরের এক ব্যক্তি নিপা ভাইরাসে আক্রান্ত ৷ তিনি বর্তমানে হাসপাতালে ভরতি রয়েছেন ৷ এ নিয়ে কেরলের কোঝিকোড়ে নিপা ভাইরাসে আক্রান্তে সংখ্যা দাঁড়িয়েছে চার ৷ জানা গিয়েছে, ওই ব্যক্তি এর আগে একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন ৷ সেখানেও তাঁর নমুনায় নিপা ভাইরাস পাওয়া গিয়েছিল ৷
ওই বেসরকারি হাসপাতালের তরফেও নিপা ভাইরাস নিশ্চিত করা হয়েছিল ৷ পরবর্তী সময়ে তাঁর শরীরে উপসর্গ দেখা দেয় ৷ সেই সময় ওই ব্যক্তিকে আইসোলেশনে পাঠানো হয় ৷ কিন্তু, প্রথমবারের রিপোর্টে তাঁর শারীরিক কোনও সমস্যার কথা উল্লেখ করা হয়নি ৷ তবে, সরকারিভাবে সেই সময় নিপা ভাইরাসের রিপোর্ট সুনিশ্চিত করেনি কেরলের স্বাস্থ্য দফতর ৷ সরকারের তরফে নিপা ভাইরাস নমুনা পরীক্ষা করানো হয় ৷ সেই রিপোর্ট পজিটিভ আসার পরেই সরকারিভাবে ওই ব্যক্তিকে নিপা আক্রান্ত বলে চিহ্নিত করা হয়েছে ৷