পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bahanaga Train Tragedy: বালাসোর ট্রেন দুর্ঘটনায় আরও এক যাত্রীর মৃত্যু কটকের হাসপাতালে

গত 2 জুন ওড়িশার বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয় ৷ সেই দুর্ঘটনায় আহত হয়েছিলেন বিহারের বাসিন্দা প্রকাশ রাম ৷ তিনি কটকের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ শুক্রবার সেখানেই তাঁর মৃত্যু হয় ৷

Bahanaga Train Tragedy
Bahanaga Train Tragedy

By

Published : Jun 16, 2023, 2:59 PM IST

কটক, 16 জুন: ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল আরও একজনের ৷ দুর্ঘটনার পর থেকে ওই ব্যক্তি কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ মৃতের নাম প্রকাশ রাম ৷ তিনি বিহারের বাসিন্দা ছিলেন ৷ শুক্রবার সকালে তাঁর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷

গত 2 জুন ওড়িশার বালাসোরের কাছে বাহানাগা বাজার স্টেশনের অদূরে এক ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা হয় ৷ সেই দুর্ঘটনায় 288 যাত্রী মারা যান ৷ হাজার খানেক যাত্রী আহত হন ৷ আহতদের অনেককে চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করা হয় ৷ অনেককেই কটকের এই এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ৷

সেই আহতদের মধ্যে ওই হাসপাতালে এই নিয়ে দু’জনের মৃত্যু হল ৷ এর আগে বিজয় পাসোয়ান নামে আরও একজনের মৃত্যু হয় সেখানে ৷ তিনিও বিহারের বাসিন্দা ছিলেন ৷ তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল ৷ অন্যদিকে শুক্রবার মৃত্যু হওয়া প্রকাশ রাম ভরতি ছিলেন হাসপাতালের আইসিইউতে ৷ এই দু’জনের মৃত্যুর ফলে ওই ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা হল 290 ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 2 জুন পশ্চিমবঙ্গের শালিমার স্টেশন থেকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস ছাড়ে ৷ সেই ট্রেন সন্ধ্যা নাগাদ পৌঁছায় ওড়িশার বালাসোরে ৷ ওই স্টেশন ছাড়ার পর কিছুটা এগিয়ে গিয়ে ট্রেন ধাক্কা মারে লুপ লাইনে থাকা একটি মালগাড়ির উপর ৷ ট্রেনের কামরাগুলি ছিটকে পড়ে পাশের রেল লাইনে ৷ সেই সময় উলটো দিক থেকে যশবন্তপুর থেকে হাওড়াগামী হামসফর এক্সপ্রেস আসছিল ৷ করমন্ডল এক্সপ্রেসের ছিটকে পড়া কামরার ধাক্কায় ওই ট্রেনের শেষের দিকের কয়েকটি কামরা লাইনচ্যূত হয় ৷

আরও পড়ুন:যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে ডাবল লকিং সিস্টেম চালুর নির্দেশ দিল রেল

ভয়াবহ এই দুর্ঘটনা নিয়ে হইচই পড়ে যায় গোটা বিশ্বে ৷ পরদিন সকালেই ঘটনাস্থলে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ উদ্ধার কাজ থেকে রেল পরিষেবা স্বাভাবিক করার পুরো বিষয় ঘটনাস্থলে থেকেই তদারকি করেন তিনি ৷ ঘটনাস্থলে যান ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ ঘটনার পরদিন দুপুরের পর সেখানে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

পরে হাসপাতালে আহতদের সঙ্গে সাক্ষাৎ করার পর প্রধানমন্ত্রী জানান, দোষীদের কাউকে ছাড়া হবে না ৷ পরে রেলমন্ত্রী জানান, এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হচ্ছে ৷ ইতিমধ্যে সিবিআই তদন্তও শুরু করে দিয়েছে ৷ করমন্ডল এক্সপ্রেসের জন্য মেন লাইনে সিগনাল দেওয়া থাকা সত্ত্বেও পয়েন্ট কীভাবে লুপ লাইনে দেওয়া হল, সেটাই খতিয়ে দেখার কাজ করছে সিবিআই ৷

আরও পড়ুন:ওড়িশার ট্রেন দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করা গিয়েছে, জানালেন রেলমন্ত্রী

ABOUT THE AUTHOR

...view details