কটক, 16 জুন: ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল আরও একজনের ৷ দুর্ঘটনার পর থেকে ওই ব্যক্তি কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ মৃতের নাম প্রকাশ রাম ৷ তিনি বিহারের বাসিন্দা ছিলেন ৷ শুক্রবার সকালে তাঁর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷
গত 2 জুন ওড়িশার বালাসোরের কাছে বাহানাগা বাজার স্টেশনের অদূরে এক ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা হয় ৷ সেই দুর্ঘটনায় 288 যাত্রী মারা যান ৷ হাজার খানেক যাত্রী আহত হন ৷ আহতদের অনেককে চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করা হয় ৷ অনেককেই কটকের এই এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ৷
সেই আহতদের মধ্যে ওই হাসপাতালে এই নিয়ে দু’জনের মৃত্যু হল ৷ এর আগে বিজয় পাসোয়ান নামে আরও একজনের মৃত্যু হয় সেখানে ৷ তিনিও বিহারের বাসিন্দা ছিলেন ৷ তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল ৷ অন্যদিকে শুক্রবার মৃত্যু হওয়া প্রকাশ রাম ভরতি ছিলেন হাসপাতালের আইসিইউতে ৷ এই দু’জনের মৃত্যুর ফলে ওই ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা হল 290 ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 2 জুন পশ্চিমবঙ্গের শালিমার স্টেশন থেকে চেন্নাইগামী করমন্ডল এক্সপ্রেস ছাড়ে ৷ সেই ট্রেন সন্ধ্যা নাগাদ পৌঁছায় ওড়িশার বালাসোরে ৷ ওই স্টেশন ছাড়ার পর কিছুটা এগিয়ে গিয়ে ট্রেন ধাক্কা মারে লুপ লাইনে থাকা একটি মালগাড়ির উপর ৷ ট্রেনের কামরাগুলি ছিটকে পড়ে পাশের রেল লাইনে ৷ সেই সময় উলটো দিক থেকে যশবন্তপুর থেকে হাওড়াগামী হামসফর এক্সপ্রেস আসছিল ৷ করমন্ডল এক্সপ্রেসের ছিটকে পড়া কামরার ধাক্কায় ওই ট্রেনের শেষের দিকের কয়েকটি কামরা লাইনচ্যূত হয় ৷