দিল্লি, 17 ডিসেম্বর : কৃষক আন্দোলনের আজ 22তম দিন। এরই মধ্যে আজ সকালে আন্দোলনরত আরও এক কৃষকের মৃত্যু হল। হাড়হিম করা ঠান্ডায় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ । বছর 37-এর ওই কৃষকের 10, 12 ও 14 বছরের তিন সন্তান রয়েছে।
দিল্লি-হরিয়ানা সীমানায় আন্দোলনকারী আরও এক কৃষকের মৃত্যু - farmer died in singhu border
গতকাল সিঙ্ঘু সীমানায় আত্মহত্যা করেন আন্দোলনরত এক কৃষক ৷ আজ ফের এক আন্দোলনকারী কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর তিন সন্তান রয়েছে।
কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের আন্দেলন অব্যাহত। দিল্লি-হরিয়ানা সীমানায় তাঁরা অবস্থান করছেন। তীব্র ঠান্ডার মধ্যেও তাঁরা নিজেদের দাবিতে অনড়। প্রতিকূল আবহাওয়ার মধ্যে আন্দোলন চলাকালীন এর আগে বেশ কয়েকজন কৃষকের মৃত্যু হয়েছে। নভেম্বরের শেষ থেকে এপর্যন্ত আন্দোলন চলাকালীন 20 জনের বেশি আন্দোলনকারী কৃষক প্রাণ হারিয়েছেন বলে দাবি কৃষক সংগঠনগুলির। এঁদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে কনকনে ঠান্ডায়।
গতকালই এই ইশুতে সরকারের বিরুদ্ধে অবিচারের অভিযোগ তুলে আত্মহত্যা করেছেন শিখ ধর্মের এক নেতা । তিনি হরিয়ানার একটি গুরুদোয়ারার সঙ্গে যুক্ত ছিলেন। এর কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যু হল আরও এক কৃষকের।