পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কুস্তিগীর খুনের মামলায় গ্রেফতার আরও 1, মোট ধৃত 9 - সুশীল কুমার

গতকাল কুস্তিগীর খুনের ঘটনার সঙ্গে জড়িত আরও একজনকে গ্রেফতার করল পুলিশ । ধৃত বিজেন্দ্রও একজন কুস্তিগীর । জেরায় সে তার সব দোষ স্বীকার করে নিয়েছে ।

সুশীল কুমার
সুশীল কুমার

By

Published : May 29, 2021, 11:06 AM IST

নিউ দিল্লি, 29 মে : কুস্তিগীর সাগর রানা খুনের মামলায় আরও একজনকে গ্রেফতার করল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ । এই নিয়ে সুশীল কুমার-সহ মোট 9 জনকে গ্রেফতার করল পুলিশ । বিন্দার ওরফে বিজেন্দ্র নামে এই অভিযুক্তকে টিকরি গ্রাম থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ । 4 মে রাতে ছত্রসাল স্টেডিয়ামের পার্কিং এলাকায় সাগরকে মারপিটের ঘটনায় যুক্ত থাকার কথা স্বীকার করে নিয়েছে ওই অভিযুক্ত ।

5 মে রাতে, 23 বছরের কুস্তিগীর সাগর রানা ও তাঁর বন্ধুদের বেধড়ক মারধর করেন অন্য কুস্তিগীররা ৷ পুলিশের তরফে জানানো হয়, ওই ঘটনায় যুক্ত রয়েছে অলিম্পিকসে দুই বারের পদকজয়ী সুশীল কুমার । আরও কয়েকজন কুস্তিগীরও ঘটনার সঙ্গে জড়িত ছিল । এদিকে সাগর রানার মৃত্যুর পর থেকে ফেরার ছিলেন সুশীল ৷ তাঁর বিরুদ্ধে খুনের মাললা রুজু করে দিল্লি পুলিশ ৷ ছত্রসাল স্টেডিয়ামে ঝামেলার ঘটনা ও সাগর রানার মৃত্যুর ঘটনায় সুশীল ও আরও 6 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে আদালত ৷ তাঁর বাড়িতে হানা দিয়েও সুশীলকে ধরতে পারেনি পুলিশ ৷ পুলিশের অনুমান ছিল, গ্রেফতারি এড়ানোর জন্য প্রথমে হরিদ্বার ও পরে ঋষিকেশে গা ঢাকা দিয়ে থাকতে পারেন সুশীল ৷

এরপর 23 মে দিল্লি পুলিশের বিশেষ সেলের একটি টিম রাজধানীর মুণ্ডকা এলাকা থেকে গ্রেফতার করে সুশীলকে ৷ সুশীলের সঙ্গে অজয় কুমার নামে তাঁর এক ঘনিষ্ঠ বন্ধুকেও গ্রেফতার করা হয় । এরপর 26 মে ভূপিন্দর ওরফে ভূপি, মোহিত ওরফে ভোলি, গুলাব ওরফে পালওয়ান এবং মজীত ওরফে চুন্নিল লাল- এই চারজনকে গ্রেফতার করে পুলিশ । তারা জেরায় খুনের ঘটনা স্বীকার করে নিয়েছে । ইতিমধ্যে আরও দুইজনকে তাদের হেফাজতে নেন দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ।

আরও পড়ুন, প্রতিপক্ষের চোখে ঘুষি, কোচেদের সঙ্গে বিবাদ ; সুশীলের বিতর্কিত অধ্যায়


এরপর গতকাল খুনের ঘটনার সঙ্গে জড়িত আরও একজনকে গ্রেফতার করল পুলিশ । ধৃত বিজেন্দ্রও একজন কুস্তিগীর । জেরায় সে তার সব দোষ স্বীকার করে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details