পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Shopian Encounter : শোপিয়ানে এনকাউন্টারে খতম 1 জঙ্গি, চলছে গুলির লড়াই - শোপিয়ানে খতম জঙ্গি

দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার কাসু চিতরাগাম এলাকায় চলছে সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই ৷ পুলিশের গুলিতে খতম হয়েছে এক জঙ্গি ৷

Encounter
Encounter

By

Published : Sep 23, 2021, 8:41 AM IST

শোপিয়ান, 23 সেপ্টেম্বর : সাতসকালে গুলির আওয়াজে কেঁপে উঠল জম্মু-কাশ্মীরের শোপিয়ান জেলা ৷ দক্ষিণ কাশ্মীরের ওই জেলায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে চলছে জোর গুলির লড়াই ৷ পুলিশের গুলিতে ইতিমধ্যেই খতম হয়েছে এক জঙ্গি ৷ এলাকায় সার্চ অপারেশন জারি রয়েছে ৷

গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে শোপিয়ান জেলার কাসু চিতরাগাম এলাকায় তল্লাশি অভিযান শুরু করে যৌথবাহিনী ৷ জঙ্গিদের আস্তানার কাছাকাছি নিরাপত্তাবাহিনী পৌঁছাতেই বিকট শব্দে গোলাগুলি শুরু হয় ৷ জবাব দিতে থাকে নিরাপত্তাবাহিনীও ৷ গুলি বিনিয়মের সময় এক জঙ্গিকে খতম করে পুলিশ ৷

আরও পড়ুন : Article 370 : 370 ধারা অবলুপ্তির পর 2 জন জমি কিনেছে ভূস্বর্গে, জানাল কেন্দ্র

মৃত জঙ্গির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে ৷ কোনও সংগঠনের সঙ্গে যুক্ত ছিল না জানার চেষ্টা করছে পুলিশ ৷ ওই এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details