পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Anantnag Encounter : অনন্তনাগে এনকাউন্টার, হত এক জঙ্গি, আহত এক জওয়ান - VERINAG ENCOUNTER UPDATE

তিন জঙ্গি লুকিয়ে রয়েছে এই খবর পেয়ে শুক্রবার ওই এলাকায় অভিযান চালায় পুলিশ ও নিরাপত্তা বিহিনী (Anantnag Encounter) ৷ এলাকায় পৌঁছতেই বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা, পালটা জবাব দেয় সেনা ও সিআরপিএফ ৷

Anantnag Encounter updates
অনন্তনাগে এনকাউন্টারে হত এক জঙ্গি

By

Published : Jun 3, 2022, 10:45 PM IST

শ্রীনগর, 3 জুন: শুক্রবার রাতে জম্মু-কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে মৃত্যু হল এক জঙ্গির ৷ এই সংঘর্ষে আহত হয়েছেন এক সেনা জওয়ান ও একজন সাধারণ নাগরিক ৷ অনন্তনাগের কাপ্রান ভেরিনাগে এদিন এই এনকাউন্টারের ঘটনা ঘটে (One militant killed and one soldier injured in Anantnag encounter) ৷

আরও পড়ুন :উপত্যকায় একের পর এক খুন, আতঙ্কে জম্মু পালাচ্ছেন কাশ্মীরি পণ্ডিতরা

জানা গিয়েছে, তিন জঙ্গি লুকিয়ে রয়েছে এই খবর পেয়ে এদিন ওই এলাকায় অভিযান চালায় পুলিশ ও নিরাপত্তা বিহিনী ৷ এলাকায় পৌঁছতেই বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা, পালটা জবাব দেয় সেনা ও সিআরপিএফ ৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details