পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mass Beating : গরু চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু একজনের, গ্রেফতার চার - One killed in mass beating

জুলফিকর নামে বছর 40-এর এক ব্যক্তিকে গরু চোর সন্দেহে বেধড়ক মারধর করা হয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ।

Mass Beating
গরু চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু একজনের, গ্রেফতার চার

By

Published : Nov 10, 2021, 7:27 PM IST

ফলতা, 10 নভেম্বর : ফের গণপিটুনিতে মৃত্যু হল একজনের । ইতিমধ্যেই মারধরের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে চার জনকে । ফলতার হরিণডাঙা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কোদালিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে ।

আরও পড়ুন :Suvendu Adhikari : শোকে সুব্রতর স্মরণসভায় যাননি, অথচ পার্টিতে যান মমতা ; বিস্ফোরক শুভেন্দু

এলাকাবাসীর অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে গরু চুরির উদ্দেশে একটি বাড়িতে হানা দেয় চারজন । বিষয়টি টের পেয়ে যান বাড়ির মালিক । সঙ্গে সঙ্গে উঠে বাইরে যান তিনি । হাতেনাতে ধরা পড়ে যায় জুলফিকর নামে বছর 40-এর এক ব্যক্তি । গরু চোর সন্দেহে বেধড়ক মারধর করা হয় তাঁকে । ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে এলাকা । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন জুলফিকর । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ।

আরও পড়ুন :Kunal Ghosh : মমতা তোমার গোটা পরিবারকে রাজনৈতিক জন্ম দিয়েছেন, নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে আক্রমণ কুণালের

দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি সাতগাছিয়া বিধানসভার চণ্ডী পঞ্চায়েতের রাজারহাটের বাসিন্দা । জানা গিয়েছে, জুলফিকরকে মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে চারজনকে । আদৌ গরু চুরির উদ্দেশ্যে ওই চারজন হানা দিয়েছিল কিনা, মঙ্গলবার রাতের ওই ঘটনায় আর কে কে জড়িত ছিল তা খতিয়ে দেখছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details