বালাসোর, 13 ডিসেম্বর: সাধারণত একটা মুরগির দাম কত হতে পারে ? বড় জোড় 500 বা হাজার টাকা ৷ তার চেয়ে বেশি দামে মুরগি বিক্রি হতে বড় একটা দেখা যায় না। কিন্তু জেনে অবাক হবেন ওড়িশার ময়ূরভঞ্জ জেলার করঞ্জিয়ার সাপ্তাহিক বাজারে একটা মুরগির দাম শুরু হয় হাজার টাকা থেকে ৷ আর তা বাড়তে বাড়তে 30 হাজার পর্যন্ত উঠতে পারে ৷ আশ্চর্য হলেও এটাই সত্যি ৷
করঞ্জিয়ার মুরগির দাম শুনে যে কেউ অবাক হবেন ৷ কিন্তু তাতে বাস্তবকে অস্বীকার করা যায় না। ময়ূরভঞ্জ জেলার রারুয়ান ব্লকের আঙ্গারপাড়ার সাপ্তাহিক হাটে এক একটি মুরগির দাম এমনই ৷ প্রতি বছর শীতকালে এখানে এই বিশেষ মুরগি বিক্রি হয় ৷ ওজন এক থেকে তিন কেজির মধ্যে হয় ৷ আর এই মুরগিগুলি কেটে বিক্রি হলে তার দাম পড়ে প্রতি কেজি 600 থেকে 1800 টাকা ৷ ক্ষেত্র বিশেষ তা আরও বাড়তে পারে। গোটা মুরগি নিলে 1 হাজার থেকে 30 হাজার টাকা পর্যন্ত দাম পড়ে বলে বিক্রেতারা জানালেন ৷ এই মুরগিগুলি কেন এত দাম তা জানতে স্বভাবতই আগ্রহ রয়েছে সবার মধ্যে ৷
এই বিষয়ে স্থানীয়দের বক্তব্য, এগুলি মোরগ লড়াইয়ে অংশ নেয় ৷ সেই কারণে বিশেষভাবে বেড়ে ওঠে এরা ৷ এদের রক্ষণাবেক্ষণও করা হয় সেভাবেই ৷ আলাদাভাবে যত্ন নিয়ে এদের বড় করতে হয় ৷ আর তার জেরেই এতটা বাড়ে দাম। মোরগ লড়াইয়ে অংশগ্রহণ ও তা জেতার জন্য প্রশিক্ষণ দেওয়া যেতে পারে এই মুরগিদের ৷ এই মুরগি যিনি বিক্রি করেন তার নাম ভবানী বিসওয়াল ৷ বাড়ি বালাসোরের অনন্তপুর এলাকায় ৷ তবে শুধু এই মোরগ লড়াইয়ে অংশ নিতে পারার কারণেই এত দাম নাকি এর এই বিশেষ মুরগির অন্য কোনও গুণ আছে তা জানা নেই ক্রেতা থেকে শুরু করে বিক্রেতাদের অনেকেরই।