নয়াদিল্লি, 5 ডিসেম্বর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার জোর দিয়ে বলেছেন যে, 'এক পতাকা, এক প্রধানমন্ত্রী, এক সংবিধান' ধারণাটি কোনও রাজনৈতিক স্লোগান ছিল না ৷ অমিত শাহের কথায়, "বিজেপি এই নীতিতে দৃঢ়ভাবে বিশ্বাসও করে ৷ অবশেষে এটি বাস্তবায়নও করেছে জম্মু ও কাশ্মীরে।"
লোকসভায় এদিন তৃণমূল সাংসদ সৌগত রায় লেন, "এক নিশান, এক প্রধান, এক বিধান (এক পতাকা, এক প্রধান, এক সংবিধান) ছিল একটি রাজনৈতিক স্লোগান ৷" যার পালটা প্রতিক্রিয়া দিতে গিয়ে অমিত শাহ বলেন, "কীভাবে সৌগত রায় ভাবলেন, একটি দেশে দুটি প্রধানমন্ত্রী, দুটি সংবিধান এবং দুটি পতাকা হতে পারে?" একই সঙ্গে, তিনি জানান, সৌগত রায়ের মন্তব্য "আপত্তিকর"। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরে 370 ধারার বিধান বাতিলের স্পষ্ট উল্লেখ করে বিরোধী বেঞ্চের তরফে মন্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে শাহ বলেন, "যেই এটা করেছে সে ভুল ছিল। নরেন্দ্র মোদি তা সংশোধন করেছেন। আপনার অনুমোদন বা মতানৈক্য এখানে বিবেচ্য নয়। সমগ্র দেশ এটা চেয়েছিল।"
অমিত শাহ আরও বলেন, "এক প্রতীক, এক প্রধান, এক সংবিধান কোনও নির্বাচনী স্লোগান নয়। আমরা 1950 সাল থেকে বলে আসছিলাম যে, একটি দেশে একজন প্রধানমন্ত্রী, একটিই জাতীয় পতাকা এবং একটি সংবিধান থাকা উচিত ৷ এর কোনও দুটি হবে না, এবং আমরা তা করেও দেখিয়েছি।" এদিন সৌগত রায় জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধন) বিল এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধন) বিলের বিষয়ে তাঁর বক্তৃতা শেষ করার পরই, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানান, যখন তৃণমূল সাংসদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা উল্লেখ করেছিলেন, তাঁর আত্মত্যাগের কথাও সাংসদের স্মরণ করা উচিত ছিল।