কৌশাম্বি ও মিরাট, 27 জুন:উত্তরপ্রদেশে ফের এনকাউন্টারে মৃত্যু হল এক অভিযুক্তের ৷ একডজনেরও বেশি মামলায় অভিযুক্ত ওই ব্যক্তির খোঁজ করছিল পুলিশ ৷ সে ওয়ান্টেড তালিকাভুক্ত ছিল ৷ তার জন্য পুলিশ 1.25 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে ৷
এসপি ব্রিজেশ কুমার শ্রীবাস্তব জানিয়েছেন কৌশাম্বি জেলার সামদা গ্রামের কাছে পুলিশের সঙ্গে গুলিযুদ্ধ বাধে ৷ তাতে গুফরান নামের এক ব্যক্তি জখম হয়েছে ৷ উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রামে তল্লাশি অভিযান চালাচ্ছিল ৷ তাতে গোলাগুলি চলতে থাকে ৷ এর ফলে প্রতাপগড় জেলার বাসিন্দা ওই ব্যক্তি আহত হয় ৷ এরপর তাকে সঙ্গে সঙ্গে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় ৷
অভিযুক্ত গুফরানের বিরুদ্ধে প্রতাপগড়ে 13টি খুনের মামলা, খুনের চেষ্টা এবং ডাকাতির মামলা রুজু হয়েছিল ৷ তাকে ধরে দিতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তিকে 1 লক্ষ 25 হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা করেছিল উত্তরপ্রদেশ পুলিশ ৷
আরও পড়ুন: আসাদের এনকাউন্টার, এসটিএফ-কে 51 হাজার টাকা পুরস্কার অযোধ্যার পুরোহিতের