পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

1 টি সিটি স্ক্যান 300 টি এক্স রে-র সমান, সতর্ক করলেন গুলেরিয়া

একটি সিটি স্ক্যান 300 টি এক্স রে করার সমান । এটি শরীরের পক্ষে অত্যন্ত খারাপ । ঘন ঘন সিটি স্ক্যান করালে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় । জানালেন এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া ।

রণদীপ গুলেরিয়া
ছবি

By

Published : May 3, 2021, 8:10 PM IST

নয়াদিল্লি, 3 মে : দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে আতঙ্ক । সিটিস্ক্যান এবং বায়োমার্কারও করা হচ্ছে ভীষণভাবে । এই নিয়েই এবার দেশবাসীকে সতর্ক করলেন এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া । বললেন, "সিটি স্ক্যান ও বায়োমার্কারের ভুল ব্যবহার করা হচ্ছে । যদি কারও শরীরে সামান্য কিছু উপসর্গ থাকে, তাহলে সিটি স্ক্যান করে কোনও লাভ হয় না ।" উল্টে হিতে বিপরীত হওয়ারও আশঙ্কার কথাও স্মরণ করে দিন তিনি । বললেন, "একটি সিটি স্ক্যান 300 টি এক্স রে করার সমান । এটি শরীরের পক্ষে অত্যন্ত খারাপ ।"

খুব ঘন ঘন সিটিস্ক্যান করানো হলে, কমবয়সিদের পরবর্তী সময়ে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে । সেই কথাও স্মরণ করিয়ে দেন তিনি । গুলেরিয়া বলেন, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি কমিশন ফর রেডিয়েশন প্রোটেকশন অ্যান্ড মেডিসিনের তথ্যে বলা হয়েছে ঘন ঘন সিটিস্ক্যান করলে পরে ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি থাকে ।

ABOUT THE AUTHOR

...view details