উত্তরকাশি, 21 অক্টোবর : গত 14 অক্টোবর হিমাচল প্রদেশের (Himachal Pradesh) হর্ষিল-চিতকুলের লাখমা পাসে যাওয়ার পথে 11 জন পর্যটক নিখোঁজ হয়ে গিয়েছিলেন ৷ তাঁদের মধ্যে 5 জনের মৃতদেহ চিহ্নিত করতে পেরেছেন উদ্ধারকারীরা ৷ ওই পর্যটকদের নিখোঁজ হয়ে যাওয়ার পর ভারতীয় সেনা (Indian Army) ও এসডিআরএফ-এর (SDRF) তরফে তল্লাশি অভিযান শুরু হয়েছিল ৷ সেই অভিযানেই পাঁচজনের মৃতদেহ চিহ্নিত করা গিয়েছে বলে খবর ৷
যে 11 জন পর্যটক নিখোঁজ হয়েছিলেন, তাঁদের মধ্যে 7 জন পশ্চিমবঙ্গের ছিলেন ৷ তাঁদের মধ্যে মিঠুন দারি নামে বছর একত্রিশের এক যুবককে উদ্ধার করা গিয়েছে ৷ তাঁকে নিয়ে হিমাচল প্রদেশের দিকে রওনা দিয়েছে এসডিআরএফ ৷ বাকিদের সন্ধান এখনও চলছে ৷
আরও পড়ুন :1 Billion Vaccine Milestone : কোভিড-19 টিকাকরণে 100 কোটির মাইলস্টোন ছুঁয়ে ফেলল ভারত
14 অক্টোবর ওই দলটি লাখমা পাসের (Lakhma Pass) উদ্দেশে রওনা হয়েছিলেন ৷ সেই দলে অনিতা রাওয়াত (38) নামে একজন দিল্লির মহিলা ছিলেন ৷ আর পুরোলা উত্তরকাশী (Uttarkashi) থেকে ছিলেন তিন জন ৷ এছাড়া বাকি সাতজন - তন্ময় তিওয়ারি (30), বিকাশ (33), সৌরভ ঘোষ (34), সবিধান দাস (28), রিচার্ড মণ্ডল (30) ও সুখেন মাঝি (43) কলকাতা থেকে গিয়েছিলেন ৷
ওই দলে 6 জন কুলিও ছিলেন ৷ তাঁরা সকলে আইটিবিপি-র (ITBP) ক্যাম্পে যান ৷ সেখানেই প্রচণ্ড তুষারঝড়ে আটকে পড়েন ৷ তখনই আটজন হারিয়ে যান ৷ বুধবার বিষয়টি স্থানীয় ট্রেকিং সংস্থা উত্তরকাশী প্রশাসনকে জানায় ৷ তার পর সেনা ও এসডিআরএফ হেলিকপ্টারে তল্লাশি শুরু করে ৷