আগ্রা, 25 জুলাই:ফের উত্তরপ্রদেশে ব্যক্তির উপর মৃত্রত্যাগের ঘটনা সামনে এসেছে ৷ সোনভদ্রর পর এবার আগ্রায় ৷ মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকা একজন আহত ব্যক্তির উপর প্রস্রাব করতে দেখা গিয়েছে যুবককে ৷ ইতিমধ্যে সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ ঘটনাটি নজরে এসেছে পুলিশের ৷ তারপরই ঘটনার সঙ্গে যুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তাঁর নাম আদিত্য ৷ সেই মূল অভিযুক্ত বলে পুলিশের দাবি ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিডিয়োটি প্রায় তিন-চার মাস আগের । তবে সোমবার ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ৷ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সর্বত্র । তারপরেই সেটি পুলিশেরও হাতে আসে ৷ এরপরই পুলিশ তৎপর হয়ে অভিযুক্তকে গ্রেফতার করে । 30 সেকেন্ডের ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই আহত লোকটির উপর প্রস্রাব করছেন যুবকটিকে ৷ শুধু তাই নয়, লোকটির মাথায় লাথি মারতেও দেখা গিয়েছে যুবককে । এমনকী ভিডিয়োতে নির্যাতিতকে অভিযুক্ত যুবক ও তাঁর বন্ধুদের গালিগালাজ করতেও শোনা যায় ।