দিল্লি, 25 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করল স্বরাষ্ট্রমন্ত্রক । এই বছর পদ্ম পুরস্কারের তালিকায় রয়েছেন 119 জন । ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মবিভূষণ প্রাপকের তালিকায় রয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজ়ো আবে-র নাম । রয়েছেন প্রয়াত সংগীত শিল্পী এস পি বালা সুব্রমনিয়ম । তাঁকে মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হবে ।
অন্যদিকে, পদ্মভূষণ পাচ্ছেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ (মরণোত্তর), প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী রাম বিলাস পাসওয়ান (মরণোত্তর), লোকসভার প্রাক্তন স্পিকার সুমিত্রা মহাজন ৷
এই বছর পদ্মশ্রী প্রাপকের তালিকায় রয়েছেন 102 জন ৷ এর মধ্যে রয়েছেন কুস্তিগীর বীরেন্দ্র সিং এবং প্রখ্যাত সংগীত শিল্পী বোম্বে জয়শ্রী ৷ রয়েছেন টেবিল টেনিস তারকা মৌমা দাস ৷ অন্যদিকে, পদ্মবিভূষণ ও পদ্মভূষণ পাচ্ছেন যথাক্রমে 7 জন এবং 10 জন ৷
আরও পড়ুন, ট্র্যাক্টর মিছিল ঘিরে আগাম সতর্ক দিল্লি পুলিশ, 1 ফেব্রুয়ারি সংসদ অভিযান কৃষকদের
খেলাধূলা, চিকিৎসা, শিল্প, সাহিত্য এবং অন্যান্য বিশিষ্ট ক্ষেত্রে মোট 119 জন বিশিষ্ট ব্যক্তিকে তাঁদের কাজের জন্য সম্মান জানিয়ে আজ সন্ধ্যায় পদ্ম পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক । পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী; এই তিনটি বিভাগে পুরস্কার দেওয়া হয় ৷