পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'আমি ভাগ্যবান এই মুহূর্তে সাংসদ নই', জোট-বৈঠকের আগে কড়া প্রতিক্রিয়া মমতার - মুখ্যমন্ত্রী

CM Mamata Banerjee on suspension of 33 Opposition MPs: শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য লোকসভার বিরোধী দলনেতা-সহ 33 বিরোধী সাংসদকে সাসপেন্ড করার বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেভাবে বিরোধী দলের সাংসদদের লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছে, সেই ঘটনাকে আদতে 'গণতন্ত্রের উপহাস' বলে কড়া ভাষায় ব্যাখ্য়া করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2023, 5:28 PM IST

নয়াদিল্লি, 18 ডিসেম্বর: 'ইন্ডিয়া' জোটের বৈঠকের আগে দলীয় সাংসদদের বৈঠকে সংসদে যেভাবে একের পর এক বিরোধী সাংসদদের সাসপেন্ড করা হচ্ছে তা নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, দলীয় সাংসদদের বৈঠকে এদিন ঘটনাক্রম দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এসেছে, "আমি ভাগ্যবান এই মুহূর্তে আমি সাংসদ নই।" আর এই ছোট্ট কয়েকটি শব্দবন্ধ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল।

কারণ লোকসভায় প্রায় 26 বছর সাংসদ ছিলেন তিনি। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীও। বিভিন্ন সময়ে সংসদে প্রতিবাদে তাঁকে যেভাবে ওয়েলে নেমে সরব হতে দেখা গিয়েছে। যেভাবে তিনি ভোকাল থেকেছেন তা দেখেছে গোটা দেশ। কিন্তু আজকে বিরোধী সদস্যরা বিরোধিতা করতে গিয়ে যেভাবে বারবার সাস্পেনশনের মুখে পড়ছেন তা নিয়েই এদিন কার্যত উষ্মা প্রকাশ করেছেন মমতা।

শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য লোকসভার বিরোধী দলনেতা-সহ 33 বিরোধী সাংসদকে সাসপেন্ড করার বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেভাবে বিরোধী দলের সাংসদদের লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছে, সেই ঘটনাকে আদতে 'গণতন্ত্রের উপহাস' বলে কড়া ভাষায় ব্যাখ্য়া করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ একই সঙ্গে বর্তমান বিজেপি সরকারের লোকসবা পরিচালনার নৈতিক অধিকার নেই বলেও জানান মুখ্যমন্ত্রী ৷

সূত্রের খবর, এদিন বৈঠক চলাকালীন আকস্মিক 33 বিরোধী সদস্যকে লোকসভা থেকে সাসপেন্ড করার খবর আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই খবর পাওয়ার পর এই নিয়ে মুখ্যমন্ত্রীর প্রাথমিক প্রতিক্রিয়া ছিল এরকম, "যা ঘটেছে তা একদম হওয়া উচিত নয়। আমি ভাগ্যবান, আমি এই মুহূর্তে সংসদ নই। এ তো দেখছি পুরো পার্লামেন্ট সাসপেন্ড হওয়ার মতো ঘটনা ! স্বৈরতন্ত্র চলছে। গণতন্ত্র রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

এদিন দিল্লিতে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকের পর তৃণমূল সুপ্রিমো বলেন, "এটা এমন কোনও ঘটনা ঘটেনি যে, তাদের সবাইকে সামষ্টিগতভাবে সাসপেন্ড করতে হবে ৷ তারা যদি মনে করে যে, হাউস সুপ্রিম, তবে ভয় কেন ? সব সদস্যকে বরখাস্ত করলে সংসদে আওয়াজ তুলবে কে ?" একই সঙ্গে, তিনি বলেন, "তারা (বিজেপি সরকার) তিনটি গুরুত্বপূর্ণ বিল পাশ করতে চলেছে ৷ গণতন্ত্রে একটা ব্যবস্থা আছে ৷ জনগণের আওয়াজ কে তুলবে ? জনগণের আওয়াজ আদতে রুদ্ধ করা হচ্ছে। বিরোধী দলকে সম্পূর্ণরূপে স্থগিত করার জন্য এই হাউস চালানোর তাদের নৈতিক অধিকার নেই ৷ তারা গণতন্ত্রের উপহাস করছে ৷ এর বেশি কিছু নয় ৷"

আরও পড়ুন

এবার সাসপেন্ড অধীর-সহ 33! শীতকালীন অধিবেশন থেকে বহিষ্কৃত 9 তৃণমূল, 11 কংগ্রেস-সাংসদ

দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের 3 আধিকারিক কলকাতায়, তল্লাশি ললিত ঝায়ের ভাড়া বাড়িতে

দাসত্বের মানসিকতা থেকে মুক্তি পেয়েছে ভারত, স্বরবেদ মহামন্দিরের উদ্বোধনের পর বললেন প্রধানমন্ত্রী

ABOUT THE AUTHOR

...view details