সুরজপুর (ছত্তিশগড়), 7 নভেম্বর: ছত্তিশগড়ে ভোটের দিনই মাও অধ্যুষিত সুকমায় পরপর বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ এই ঘটনার দায় ভূপেশ বাঘেলের নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের দিকে ঠেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর মতে, কংগ্রেস ক্ষমতায় থাকলেই সাহস বেড়ে যায় মাওবাদী ও জঙ্গিদের ৷
মঙ্গলবার বিশ্রামপুরে এক জনসভায় প্রধানমন্ত্রী মোদি বলেন, যখনই কংগ্রেস ক্ষমতায় আসে, দেশে সন্ত্রাসবাদী ও মাওবাদীদের সাহস বেড়ে যায় । ছত্তিশগড়ে মাওবাদীদের আটকাতে না পারার জন্য কংগ্রেস সরকারকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন,
"যখনই কংগ্রেস ক্ষমতায় আসে, দেশে সন্ত্রাসবাদী ও মাওবাদীদের সাহস বেড়ে যায় । কংগ্রেস সরকার মাওবাদী হিংসা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে ৷ সাম্প্রতিক সময়ে, অনেক বিজেপি কর্মীকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে । কিছুদিন আগে আমাদের একজন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে ।"
তিনি আরও বলেন যে, কংগ্রেসের শাসনে ছত্তিশগড়ের সুরগুজা বিভাগে মানব পাচার এবং মাদকের ব্যবসা বাড়ছে । মোদির কথায়, "আমাদের বোন এবং মেয়েদের নিশানা করছে অপরাধীরা । উপজাতীয় পরিবারের অনেক মেয়ে নিখোঁজ হয়েছে, কংগ্রেস নেতাদের কাছে এর কোনও উত্তর নেই । কংগ্রেসের তুষ্টি নীতির কারণে, ছত্তিশগড়ের সুরগুজা অঞ্চলে উৎসব পালন করা কঠিন হয়ে পড়েছে ৷"
আরও পড়ুন:ছত্তিশগড়ে ভোট চলাকালীন আইইডি বিস্ফোরণ, আহত সিআরপিএফ জওয়ান
কংগ্রেসের উপর তাঁর আক্রমণ অব্যাহত রেখে প্রধানমন্ত্রী মোদি অভিযোগ করেন যে, কংগ্রেস দ্রৌপদী মুর্মুকে ভারতের প্রথম উপজাতীয় রাষ্ট্রপতি হতে বাধা দেওয়ার চেষ্টা করেছিল । প্রধানমন্ত্রীর অভিযোগ, "কেউ কি ভেবেছিলেন যে আদিবাসী পরিবার থেকে আসা একজন মহিলা ভারতের রাষ্ট্রপতি হতে পারে ? আপনি কল্পনা করতে পারবেন না যে কংগ্রেস কতটা বাধা দেওয়ার চেষ্টা করেছিল (দ্রৌপদী মুর্মুকে ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হওয়া থেকে), কিন্তু বিজেপিই এই সম্মান নিশ্চিত করেছিল ।" তিনি আরও বলেন, যখন গ্র্যান্ড ওল্ড পার্টি কেন্দ্রে ক্ষমতায় ছিল, তখন তাদের চিন্তাভাবনা ছিল যে আদিবাসীদের জন্য অর্থ ব্যয় করাটা একটা অপচয় ।