নয়াদিল্লি, 23 অক্টোবর: বিতর্ক পিছু ছাড়ছে না তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ৷ 'ক্যাশ ফর কোয়ারি' ইস্যুর মধ্যেই কংগ্রেস সাংসদ শশী থারুরের সঙ্গে মহুয়ার ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ যা নিয়ে ফের নতুন করে বিতর্ক তৈরি হয়েছে মহুয়াকে ঘিরে ৷ যদিও ভাইরাল হওয়া ছবি নিয়ে তেমন কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি তৃণমূল সাংসদের ৷ তবে এবার তা নিয়েই মুখ খুললেন কংগ্রেস সাংসদ থারুর ৷
সম্প্রতি, মহুয়ার বিরুদ্ধে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে ৷ অভিযোগ করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ বিষয়টি নিয়ে লোকসভার অধ্যক্ষের পাশাপাশি সিবিআই-এর কাছেও অভিযোগ দায়ের করা হয়েছে ৷ তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ, আদানি ইস্যুতে সংসদে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবসায়ী হিরনন্দানির থেকে ঘুষ নিয়েছেন মহুয়া ৷ এরপরই ঘটনার তদন্তভার এথিক্স কমিটির কাছে পাঠিয়েছে লোকসভার স্পিকার ওম বিড়লা ৷ আর এই ইস্যুতে রাজনৈতিক মহল যখন তোলপাড় সেই সময়ই মহুয়ার সঙ্গে থারুরের একাধিক ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ কোনও ছবিতে দু'জনকে একসঙ্গে হাতে পানীয়ের গ্লাস নিয়ে দেখা যাচ্ছে, তো কোনও ছবিতে উভয়কেই ঘনিষ্ট হয়ে থাকতে দেখা গিয়েছে ৷