নয়া দিল্লি, 20 অগস্ট : আজ ভারতের কনিষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধির (Rajiv Gandhi) 77তম জন্মদিবস ৷ সকালেই বাবাকে শ্রদ্ধা জানাতে বীরভূমি (Veer Bhumi) গিয়েছিলেন রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷
এ প্রসঙ্গে একটি ফেসবুক পোস্ট করেন সোনিয়া-পুত্র ৷ সেখানে তিনি লেখেন, "ধর্মনিরপেক্ষ ভারতই টিকে থাকবে ৷ শ্রীরাজীব গান্ধিকে তাঁর জন্মদিনে স্মরণে ৷"
আরও পড়ুন : Sonia calls for meeting : আজ বিরোধীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে সোনিয়া, থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়
কংগ্রেস তার নিজস্ব টুইটার হ্যান্ডেলে ইন্দিরা-পুত্রের জন্মদিনে টুইট করে লিখেছে, "ভারতের কনিষ্ঠ প্রধানমন্ত্রী ৷ একুশ শতকের ভারতের স্থপতি ৷ দূরদৃষ্টিসম্পন্ন একজন পথপ্রদর্শক, একজন দেশপ্রেমী ৷ আজ আমরা ভারতরত্ন রাজীব গান্ধির প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের জন্যে তাঁর অবদান উদযাপন করব ৷" শ্রদ্ধার্ঘ্য জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷
1944-এর 20 অগস্ট মুম্বইতে জন্মগ্রহণ করেন রাজীব ৷ মাত্র 40 বছর বয়সে 1984 সালে দেশের প্রধানমন্ত্রী হন ৷ 1989-এর 2 ডিসেম্বর পর্যন্ত তিনি এই পদে আসীন ছিলেন ৷ 1991-এর 21 মে তামিলনাড়ুর (Tamil Nadu) শ্রীপেরামবুদুরে (Sriperumbudur) নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তিনি ৷ সেখানে এলটিটিই (Liberation Tigers of Tamil Eelam, LTTE) বাহিনীর আচমকা হামলায় ছিন্নভিন্ন হয়ে যায় তাঁর দেহ ৷ তাঁর জন্মদিবসটি দেশজুড়ে কংগ্রেস ‘সদভাবনা দিবস’ (Sadbhavna Divas) হিসেবে পালন করে ৷