নয়াদিল্লি, 26 জুলাই :কার্গিল দিবসের (Kargil Vijay Diwas) 22তম বর্ষপূর্তিতে অমর জওয়ানদের (Kargil Martyrs) স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানাচ্ছে গোটা দেশ ৷ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়াও অন্যান্য মন্ত্রী, বিরোধী দলের নেতারা, তিন বাহিনীর প্রধান ও অন্যান্যরা শহিদ জওয়ানদের আত্মবলিদানকে কুর্নিশ জানিয়েছেন ৷
আজ দ্রাস সেক্টরে গিয়ে কার্গিল যুদ্ধ স্মারকে সম্মান জানানোর কথা ছিল রাাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Ram Nath Kovind) ৷ কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তাঁর সেই সফর বাতিল করা হয় ৷ সেনা আধিকারিকরা জানিয়েছেন, বারামুলাতেই যুদ্ধ স্মারকে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ৷ তবে দ্রাসে কার্গিল ওয়ার মেমোরিয়ালে ফুল দিয়ে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, লাদাখের লেফটেন্যান্ট গভর্নর আরকে মাথুর ও লাদাখের সাংসদ জামইয়াং শেরিং ৷
দিল্লিতে জাতীয় শহিদ স্মারকে শ্রদ্ধা জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান এমএম নারাভানে, বায়ুসেনার প্রধান আরকেএস বাদুড়িয়া ও নৌসেনার চিফ ভাইস অ্যাডমিরাল জি অশোক কুমার ৷
আরও পড়ুন:অলিম্পিকসে অংশগ্রহণকারী অ্যাথলিটদের শুভেচ্ছা, কার্গিল যুদ্ধে শহিদদের স্মরণ প্রধানমন্ত্রীর
বিজয় দিবসে জাতীয় শহিদ স্মারকে শ্রদ্ধা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও প্রতিরক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী অজয় ভাটও ৷
কার্গিল দিবসে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Modi) ৷ সাতসকালে টুইটে তিনি লিখেছেন, "আমরা তাঁদের আত্মত্যাগ মনে রেখেছি ৷ আজ কার্গিল দিবস ৷ দেশকে সুরক্ষা দেওয়ার জন্য কার্গিলে যাঁরা প্রাণ দিয়েছিলেন, তাঁদের সবার প্রতি আমাদের শ্রদ্ধা রইল ৷" রবিবারের মন কি বাতেও কার্গিলের শহিদদের কুর্নিশ জানানোর জন্য দেশবাসীর কাছে আবেদন জানিয়েছিলেন নমো ৷
কার্গিল দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) ৷ তিনি লিখেছেন, "দেশের সুরক্ষার জন্য যে নায়করা চরম ত্যাগ করেছেন, কার্গিল দিবসে তাঁদের কুর্নিশ জানাই ৷ এই সাহসী জওয়ানদের প্রতি চিরকাল ঋণী থাকব ৷"
আরও পড়ুন:কার্গিলে শহিদদের স্মরণে সেনার ভিডিয়ো, 3 ঘণ্টায় ভিউ 2.5 লাখের বেশি
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) হিন্দিতে পোস্ট করে কার্গিল যুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ৷ তিনি যা লিখেছেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, "আমাদের তেরঙ্গার মর্যাদা রক্ষায় প্রাণ দেওয়া প্রত্যেক সেনাকে মন থেকে শ্রদ্ধাঞ্জলি ৷ দেশের সুরক্ষায় সর্বোচ্চ বলিদান দেওয়ার জন্য আপনাদের এবং আপনাদের পরিবারকে দেশ চিরকাল স্মরণে রাখবে ৷ জয় হিন্দ ৷"
1999 সালে মে থেকে জুলাই পর্যন্ত চলে কার্গিলের যুদ্ধ ৷ 26 জুলাই যুদ্ধে জয়ী হয়েছিল ভারত ৷ সেই জয় ছিল পাকিস্তানের নর্দার্ন লাইট ইনফ্যানট্রির বিরুদ্ধে ভারতের সেনাবাহিনীর প্রথম জয় ৷ তারপর থেকেই এই দিনটিকে শহিদ জওয়ানদের আত্মবলিদান দিবস হিসেবে পালন করে দেশ ৷