পুনে, 16 অগস্ট: ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রতিরোধে টিকা তৈরি করতে নোভাভ্যাক্সের (Novavax)-এর সঙ্গে কাজ করছে পুনে সিরাম ইনস্টিটিউট ৷ খুব শীঘ্রই ভারতে ওমিক্রনের জন্য এই বিশেষ ভ্যাকসিন তৈরি করা হবে বলে জানিয়েছেন আদর পুনাওয়ালা (Adar Poonawalla) ।
তিনি আরও জানিয়েছেন, এই বছরের শেষ নাগাদ ভারতের বাজারে সেই টিকা পাওয়া যাবে । এই টিকা ওমিক্রন (Omicron)-এর বিএ 5 ভ্যারিয়েন্টে আরও কার্যকর হতে চলেছে । তৃতীয় ঢেউয়ে ওমিক্রন রোগের অনেক উপসর্গ দেখা দেয় । লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, কাশি, গলাব্যথা, সর্দি, খিদে কমে যাওয়া, পেশী দুর্বলতা, কফ এবং ক্লান্তি ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, করোনা সংকট এখনও কাটেনি । বিশ্বের 50টি দেশে আবারও মাথা তুলছে করোনা । ভারতেও করোনা রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে । বর্তমানে, বিশ্বব্যাপী ওমিক্রনের বিএ রূপের রোগীর সংখ্যা বাড়ছে । মডার্না (Moderna vaccine) ভ্যাকসিন মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে । এই ভ্যাকসিনটি ওমিক্রন (Omicron)-এর পাশাপাশি করোনার উৎপত্তির ভাইরাসের বিরুদ্ধেও কার্যকরী ।