পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Omicron surge : ওমিক্রনে বিপন্ন হতে পারে গ্রামাঞ্চল, আশঙ্কা বিশেষজ্ঞের - ওমিক্রন সংক্রমণের ক্ষমতা

আমেরিকার এক এপিডেমিওলজিস্ট এবং অধ্যাপক মনোজ জৈন ইটিভি ভারতকে সাক্ষাৎকারে জানালেন একজন ওমিক্রনে আক্রান্ত হলে, সেখান থেকে কমপক্ষে 6 জন আর সবচেয়ে বেশি 12 জন সংক্রামিত হতে পারে (Omicron surge) ৷

Omicron surge in India
ওমিক্রন সংক্রমণ

By

Published : Jan 21, 2022, 11:06 AM IST

Updated : Jan 21, 2022, 12:04 PM IST

হায়দরাবাদ, 21 জানুয়ারি : একজন ওমিক্রন সংক্রামিতের 6 থেকে 12 জনকে সংক্রামিত করার ঝুঁকি রয়েছে ৷ তাই আগামী 2-4 সপ্তাহ ভারতের জন্য গুরুত্বপূর্ণ, একান্ত সাক্ষাৎকারে ইটিভি ভারতকে জানালেন ডাঃ মনোজ জৈন (Dr. Manoj Jain) ৷ তিনি আমেরিকার একজন এপিডেমিওলজিস্ট (US-based epidemiologist), বিশিষ্ট চিকিৎসক (Omicron surge may hit rural india harder, Prof Manoj Jain) ৷

আইসোলেশনের সময় সংক্ষিপ্ত করা হয়েছে, এর প্রভাব কী হতে পারে ?

আইসোলেশন পিরিয়ড (isolation period) 7 থেকে 10 দিন পর্যন্ত হওয়া উচিত ৷ সংক্রমণ বাড়তে থাকায় এবং বহু স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ায় এই সময় 5 দিন করা হয়েছে ৷ অন্ততপক্ষে 7 দিন পর্যন্ত আইসোলেশনে থাকলে দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব ৷ 5 দিন পর নেগেটিভ রিপোর্ট এলেও আইসোলেশন নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ৷

কিন্তু এখন তো সংক্রমণ কমছে ৷ তাহলে কি কোভিড এনডেমিক (endemic) হয়ে যাচ্ছে ?

দক্ষিণ আফ্রিকা এবং ব্রিটেনে সংক্রমণ কমছে ৷ একই অবস্থা আমেরিকায় ৷ কিন্তু আগামী 2-4 সপ্তাহ ভারতের জন্য গুরুত্বপূর্ণ ৷ হতে পারে দৈনিক সংক্রমণ রেকর্ডে পৌঁছাল ৷ কেন্দ্রীয় সরকারের গ্রামাঞ্চলে বিশেষ নজর দেওয়া উচিত ৷ কারণ সেখানে স্বাস্থ্য পরিষেবা সহজে পাওয়া যায় না ৷ যদিও ওমিক্রন তুলনায় কম ক্ষতিকর ভ্যারিয়েন্ট, কিন্তু সংক্রমণের হার বেশি ৷ তাই ছোট শহর, গ্রামে পরিস্থিতি খুব খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সরকারের সদা সতর্ক থাকা উচিত ৷ আমরা আশা করছি, 6 মাসের মধ্যে প্য়ানডেমিক এনডেমিকে রূপান্তরিত হবে ৷

আরও পড়ুন : Corona Update In India : করোনার দৌড় অব্যাহত, একদিনে সংক্রামিত 3 লক্ষ 47 হাজার

কোভিডের বিরুদ্ধে কী নিজেকে সুরক্ষিত রাখা যায় ?

মাস্ক পরে থাকতে হবে ৷ আর ভ্যাকসিন নেওয়াটাও গুরুত্বপূর্ণ ৷ সংক্রমণ কতটা ভয়ঙ্কর হল, তার ভিত্তিতে মোনোক্লোনাল অ্যান্টিবডির সাহায্য় নেওয়া যেতে পারে ৷ খুব শিগগিরি একাধিক অ্যান্টিভাইরাল ড্রাগ পাওয়া যাবে, সেগুলোও সুস্থ হতে সাহায্য করবে ৷ যাই হোক, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা উচিত ৷

আমেরিকার বাসিন্দারা কেন ভ্যাকসিন নিতে চাইছে না ?

ভ্যাকসিনের উপর নানারকম ষড়যন্ত্রমূলক থিওরিতে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া ৷ আর মানুষ সেগুলোই বিশ্বাস করতে শুরু করেছে ৷ দেরিতে হলেও তারা ভ্যাকসিনের উপকারিতা বুঝতে পেরেছে ৷ আমেরিকার আরও বেশি মানুষ ভ্যাকসিন নিচ্ছে এখন ৷ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, তারা ভ্যাকসিন নিলেও পরে তাদের মধ্যে কোভিডের কিছু লক্ষণ দেখা যেতে পারে ৷ তাতে চিন্তার কিছু নেই ৷ সেই লক্ষণগুলো খুব তাড়াতাড়ি চলে যাবে ৷

ওমিক্রন এত দ্রুত ছড়াচ্ছে কেন ?

সম্প্রতি ওমিক্রনের মতো এত তাড়াতাড়ি কোনও ভাইরাসকে ছড়াতে দেখিনি ৷ কোভিডের প্রথম ভ্যারিয়েন্টের আরনোট (R0) ছিল 2 থেকে 2.5 ৷ ডেল্টা ভ্যারিয়েন্টের সেটা 5 ৷ কিন্তু ওমিক্রনে (Omicron) আক্রান্ত একজন 6 থেকে 12 জনকে সংক্রামিত করার ক্ষমতা রাখে ৷ প্রথম দুটো ভ্যারিয়েন্টের ক্ষেত্রে মৃত্যুর হার ছিল 1.6 শতাংশ ৷ সৌভাগ্যবশত এই নতুন ভ্যারিয়েন্টটি অতটা মারাত্মক নয় ৷ বরং ওমিক্রন ডেল্টাকে সরিয়ে জায়গা করে নিয়েছে ৷ সংক্রমণের হার বাড়লেও, ওমিক্রন ভ্যারিয়েন্ট কম ক্ষতিকারক ৷

আরও পড়ুন : Covid Vaccine for Below 15 Yrs : 15 বছরের নিচে করোনার টিকাকরণে বৈজ্ঞানিক প্রমাণের অপেক্ষায় স্বাস্থ্য মন্ত্রক

Last Updated : Jan 21, 2022, 12:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details