হায়দরাবাদ, 21 জানুয়ারি : একজন ওমিক্রন সংক্রামিতের 6 থেকে 12 জনকে সংক্রামিত করার ঝুঁকি রয়েছে ৷ তাই আগামী 2-4 সপ্তাহ ভারতের জন্য গুরুত্বপূর্ণ, একান্ত সাক্ষাৎকারে ইটিভি ভারতকে জানালেন ডাঃ মনোজ জৈন (Dr. Manoj Jain) ৷ তিনি আমেরিকার একজন এপিডেমিওলজিস্ট (US-based epidemiologist), বিশিষ্ট চিকিৎসক (Omicron surge may hit rural india harder, Prof Manoj Jain) ৷
আইসোলেশনের সময় সংক্ষিপ্ত করা হয়েছে, এর প্রভাব কী হতে পারে ?
আইসোলেশন পিরিয়ড (isolation period) 7 থেকে 10 দিন পর্যন্ত হওয়া উচিত ৷ সংক্রমণ বাড়তে থাকায় এবং বহু স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ায় এই সময় 5 দিন করা হয়েছে ৷ অন্ততপক্ষে 7 দিন পর্যন্ত আইসোলেশনে থাকলে দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব ৷ 5 দিন পর নেগেটিভ রিপোর্ট এলেও আইসোলেশন নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ৷
কিন্তু এখন তো সংক্রমণ কমছে ৷ তাহলে কি কোভিড এনডেমিক (endemic) হয়ে যাচ্ছে ?
দক্ষিণ আফ্রিকা এবং ব্রিটেনে সংক্রমণ কমছে ৷ একই অবস্থা আমেরিকায় ৷ কিন্তু আগামী 2-4 সপ্তাহ ভারতের জন্য গুরুত্বপূর্ণ ৷ হতে পারে দৈনিক সংক্রমণ রেকর্ডে পৌঁছাল ৷ কেন্দ্রীয় সরকারের গ্রামাঞ্চলে বিশেষ নজর দেওয়া উচিত ৷ কারণ সেখানে স্বাস্থ্য পরিষেবা সহজে পাওয়া যায় না ৷ যদিও ওমিক্রন তুলনায় কম ক্ষতিকর ভ্যারিয়েন্ট, কিন্তু সংক্রমণের হার বেশি ৷ তাই ছোট শহর, গ্রামে পরিস্থিতি খুব খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সরকারের সদা সতর্ক থাকা উচিত ৷ আমরা আশা করছি, 6 মাসের মধ্যে প্য়ানডেমিক এনডেমিকে রূপান্তরিত হবে ৷
আরও পড়ুন : Corona Update In India : করোনার দৌড় অব্যাহত, একদিনে সংক্রামিত 3 লক্ষ 47 হাজার