ইন্দোর (মধ্যপ্রদেশ), 24 জানুয়ারি : করোনার ওমিক্রন ভ্যারিয়্যান্টের সাব-ভ্যারিয়্যান্টে আক্রান্ত হলেন 16 জন (India omicron ba2 variant concern) ৷ আক্রান্তদের মধ্যে ছ’জন শিশুও রয়েছে ৷ রবিবার মধ্যপ্রদেশের ইন্দোরে ওই বিএ2 সাব ভ্যারিয়্যান্টে আক্রান্তদের হদিশ মিলেছে (Omicron variant in MP) ৷ বিশেষজ্ঞদের মতে, এই সাব ভ্যারিয়্যান্ট ওমিক্রনের থেকেও দ্রুত ছড়াচ্ছে ৷ ফুসফুসেও আঘাত হানছে ৷ আক্রান্তদের মধ্যে চারজনের ফুসফুসে 15 থেকে 40 শতাংশ পর্যন্ত সংক্রমণ ধরা পড়েছে ৷ ওই চারজনের মধ্যে আবার একজন শিশু ৷
আক্রান্তদের মধ্যে যে 12 জন প্রাপ্তবয়স্ক রয়েছেন, তার মধ্যে তিনজন করোনার টিকার দু’টি ডোজ নিয়েছেন ৷ কেউ কেউ করোনার টিকার প্রিকশান ডোজও নিয়েছেন ৷ তারপরও এই সাব ভ্যারিয়্যেন্টে আক্রান্ত হয়ে তাঁদের ফুসফুসে 5 শতাংশ ক্ষত তৈরি হয়েছে ৷ তাই বিশেষজ্ঞরা করোনার টিকার প্রিকশান ডোজ দেওয়াকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন ৷