মুম্বই, 4 ডিসেম্বর : গুজরাতের পর একইদিনে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল মহারাষ্ট্রেও (Omicron Infection Detected In Thane) ৷ মহারাষ্ট্রের থানে জেলার কল্যাণ ডোম্বিয়ালি মিউনিসিপ্যাল এলাকায় বিদেশ ফেরৎ এক ব্যক্তির দেহে মিলল ওমিক্রনের নমুনা ৷ মহারাষ্ট্র স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানিয়েছে, ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের ঘটনা তাদের রাজ্যে এটাই প্রথম ৷ কল্যাণ ডোম্বিয়ালি মিউনিসিপ্যাল এলাকার ওই ব্যক্তি দক্ষিণ আফ্রিকা থেকে দুবাই হয়ে নয়াদিল্লি বিমানবন্দরে অবতরণ করেছিলেন বলে জানা গিয়েছে ৷ সেখান থেকেই মুম্বই পৌঁছন তিনি ৷
গত 23 নভেম্বর বছর তেত্রিশের ওই ব্যক্তি নয়াদিল্লি বিমানবন্দরে অবতরণ করে সেখানেই তাঁর কোভিড পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন (The 33-year-old man had arrived in Delhi on November 23 and had given his samples for COVID-19 testing at the Delhi airport) ৷ এরপর মুম্বইয়ের বিমান ধরেন তিনি ৷ ওই ব্যক্তির সঙ্গে আরও তিনজন ছিলেন বলে জানিয়েছেন মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের ডিরেক্টর ড: অর্চনা পাটিল ৷ আক্রান্ত ব্যক্তির বাকি তিন সঙ্গীর খোঁজ চলছে বলে সংবাদসংস্থা পিটিআই'কে জানিয়েছেন তিনি ৷ খোঁজ পাওয়া গেলে তাঁদের আরটিপিসিআর এবং জিনোম সিকোয়েন্সিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের ডিরেক্টর ৷ শনিবারই গুজরাতের জামনগরে ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে (First case of Omicron infection detected in Gujarat today) ৷