বেঙ্গালুরু, 2 ডিসেম্বর : আশঙ্কার মেঘ ঘনিয়ে ছিল আগেই । কিন্তু শেষ পর্যন্ত আর আটকানো গেল না । ভারতেও এ বার দু’জনের শরীরে ওমিক্রন ধরা পড়ল (Omicron in India) ৷ তাতেই ওমিক্রন সংক্রমিত 30তম দেশের তালিকায় উঠে এল ভারত (First Omicron Cases in India) ৷ তবে আক্রান্ত দু’জনের মধ্যে মারাত্মক কোনও উপসর্গ (COVID Variant Omicron Symptoms) দেখা যায়নি ৷ তাই আতঙ্ক না ছড়ানোর বার্তা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷
বৃহস্পতিবার কর্নাটকে 66 এবং 46 বছরের দুই রোগীর মধ্যে ওমিক্রনের উপস্থিতি মেলে (Omicron in Karnataka) ৷ নিরাপত্তার কারণে তাঁদের পরিচয় প্রকাশ করেনি কেন্দ্র ৷ তবে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, 66 বছর বয়সি আক্রান্ত আসলে বিদেশি নাগরিক ৷ সম্পূর্ণ হয়ে গিয়েছিল টিকাকরণও । স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ওই ব্যক্তির দক্ষিণ আফ্রিকা যাওয়ার প্রমাণ রয়েছে । গত 20 নভেম্বর কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়েই বেঙ্গালুরু বিমানবন্দরে নামেন । সেখানে স্ক্রিনিং এবং পরীক্ষা হয় তাঁর । সেই মতো হোটেলে চেক ইন করেন । তার পর বিমানবন্দেরর রিপোর্ট এলে দেখা যায় পজিটিভ । উপসর্গ না থাকায় হোটেলেই নিভৃতবাসে থাকতে বলা হয় তাঁকে । 22 নভেম্বর তাঁর জৈব নমুনা পাঠানো হয় জিনোম সিকোয়েন্সিং-এর জন্য ।
কিন্তু সরকারি পরীক্ষায় ভরসা না করে 23 নভেম্বর বেসরকারি ল্যাবে আলাদা করে করোনা পরীক্ষা করান ওই ব্যক্তি । তাতে রিপোর্ট নমেগেটিভ আসে । প্রত্যক্ষ ভাবে তাঁর সংস্পর্শে আসা 24 জন এবং পরোক্ষভাবে সংস্পর্শে আসা 204 জনের রিপোর্টও দেখা যায় নেগেটিভ । এর পর 27 নভেম্বর মধ্যরাতে ট্যাক্সি নিয়ে বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেন ।
অন্য দিকে, দ্বিতীয় আক্রান্ত বেঙ্গালুরুতেই কর্মরত এক স্বাস্থ্যকর্মী । 21 নভেম্বর জ্বর আসে, গায়ে ব্যথা হয় । পর দিন সকালে হাসপাতালে পরীক্ষা করান । ওই দিন বিকেলেই রিপোর্ট পজিটিভ বেরোয় । সিটি ভ্যালু কম থাকায় তাঁর জৈব নমুনা পাঠানো হয় জিনোম সিকোয়েন্সিং-এর জন্য । এর পর কয়েক দিন বাড়িতে থাকার পর, 25 নভেম্বর হাসপাতালে ভর্তি হন তিনি । 27 তারিখ বাড়ি ফিরে যান । তাঁর সংস্পর্শে আসা 5 জনের রিপোর্ট পজিটিভ । তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে ।
গত কয়েক দিনে ওই দু’জন যাঁর যাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের চিহ্নিত করে করোনা পরীক্ষার ব্যবস্থা করছে স্থানীয় প্রশাসন ৷ তবে দু’জনের অবস্থাই স্থিতিশীল ৷ মৃদু উপসর্গ ছাড়া কোনও গুরুতর সমস্যা নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷
আরও পড়ুন:COVID Variant Omicron: 50 বার চরিত্র বদলেছে ওমিক্রন, জানালেন ভারতীয় গবেষক
ভারতে ওমিক্রন আক্রান্তের হদিশ মেলার খবরে যখন আতঙ্কের পরিবেশ, সেই সময় দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল ৷ তিনি বলেন, ‘‘ভারতে দু’জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে ৷ দু’টি সংক্রমণই কর্নাটকে ৷ কোনও মারাত্মক উপসর্গ নেই এখনও পর্যন্ত ৷ আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই ৷ বরং সতর্কতা মেনে চলা প্রয়োজন ৷ কোভিড বিধি মেনে চলতে হবে, যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে ৷’’