পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Omicron in India: ভারতেও এবার ওমিক্রনের হানা, আতঙ্কিত না হয়ে কোভিড বিধি মেনে চলার বার্তা কেন্দ্রের - ভারতে ওমিক্রন সংক্রমণ

দু’জনের শরীরে ওমিক্রন ধরা পড়ল (Omicron in India) কর্নাটকে, তাঁদের মধ্যে এক জন দুবাই চলেও গিয়েছেন ৷ তবে আক্রান্ত দু’জনের মধ্যে মারাত্মক কোনও উপসর্গ (COVID Variant Omicron's Symptoms) দেখা যায়নি, তাই আতঙ্ক না ছড়ানোর বার্তা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷

Omicron in India with first two cases in Karnataka do not panic says centre
ভারতেও ঢুকে পড়ল ওমিক্রন ।

By

Published : Dec 2, 2021, 6:55 PM IST

Updated : Dec 2, 2021, 8:17 PM IST

বেঙ্গালুরু, 2 ডিসেম্বর : আশঙ্কার মেঘ ঘনিয়ে ছিল আগেই । কিন্তু শেষ পর্যন্ত আর আটকানো গেল না । ভারতেও এ বার দু’জনের শরীরে ওমিক্রন ধরা পড়ল (Omicron in India) ৷ তাতেই ওমিক্রন সংক্রমিত 30তম দেশের তালিকায় উঠে এল ভারত (First Omicron Cases in India) ৷ তবে আক্রান্ত দু’জনের মধ্যে মারাত্মক কোনও উপসর্গ (COVID Variant Omicron Symptoms) দেখা যায়নি ৷ তাই আতঙ্ক না ছড়ানোর বার্তা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷

বৃহস্পতিবার কর্নাটকে 66 এবং 46 বছরের দুই রোগীর মধ্যে ওমিক্রনের উপস্থিতি মেলে (Omicron in Karnataka) ৷ নিরাপত্তার কারণে তাঁদের পরিচয় প্রকাশ করেনি কেন্দ্র ৷ তবে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, 66 বছর বয়সি আক্রান্ত আসলে বিদেশি নাগরিক ৷ সম্পূর্ণ হয়ে গিয়েছিল টিকাকরণও । স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ওই ব্যক্তির দক্ষিণ আফ্রিকা যাওয়ার প্রমাণ রয়েছে । গত 20 নভেম্বর কোভিড নেগেটিভ রিপোর্ট নিয়েই বেঙ্গালুরু বিমানবন্দরে নামেন । সেখানে স্ক্রিনিং এবং পরীক্ষা হয় তাঁর । সেই মতো হোটেলে চেক ইন করেন । তার পর বিমানবন্দেরর রিপোর্ট এলে দেখা যায় পজিটিভ । উপসর্গ না থাকায় হোটেলেই নিভৃতবাসে থাকতে বলা হয় তাঁকে । 22 নভেম্বর তাঁর জৈব নমুনা পাঠানো হয় জিনোম সিকোয়েন্সিং-এর জন্য ।

কিন্তু সরকারি পরীক্ষায় ভরসা না করে 23 নভেম্বর বেসরকারি ল্যাবে আলাদা করে করোনা পরীক্ষা করান ওই ব্যক্তি । তাতে রিপোর্ট নমেগেটিভ আসে । প্রত্যক্ষ ভাবে তাঁর সংস্পর্শে আসা 24 জন এবং পরোক্ষভাবে সংস্পর্শে আসা 204 জনের রিপোর্টও দেখা যায় নেগেটিভ । এর পর 27 নভেম্বর মধ্যরাতে ট্যাক্সি নিয়ে বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেন ।

অন্য দিকে, দ্বিতীয় আক্রান্ত বেঙ্গালুরুতেই কর্মরত এক স্বাস্থ্যকর্মী । 21 নভেম্বর জ্বর আসে, গায়ে ব্যথা হয় । পর দিন সকালে হাসপাতালে পরীক্ষা করান । ওই দিন বিকেলেই রিপোর্ট পজিটিভ বেরোয় । সিটি ভ্যালু কম থাকায় তাঁর জৈব নমুনা পাঠানো হয় জিনোম সিকোয়েন্সিং-এর জন্য । এর পর কয়েক দিন বাড়িতে থাকার পর, 25 নভেম্বর হাসপাতালে ভর্তি হন তিনি । 27 তারিখ বাড়ি ফিরে যান । তাঁর সংস্পর্শে আসা 5 জনের রিপোর্ট পজিটিভ । তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে ।

গত কয়েক দিনে ওই দু’জন যাঁর যাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের চিহ্নিত করে করোনা পরীক্ষার ব্যবস্থা করছে স্থানীয় প্রশাসন ৷ তবে দু’জনের অবস্থাই স্থিতিশীল ৷ মৃদু উপসর্গ ছাড়া কোনও গুরুতর সমস্যা নেই বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷

আরও পড়ুন:COVID Variant Omicron: 50 বার চরিত্র বদলেছে ওমিক্রন, জানালেন ভারতীয় গবেষক

ভারতে ওমিক্রন আক্রান্তের হদিশ মেলার খবরে যখন আতঙ্কের পরিবেশ, সেই সময় দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল ৷ তিনি বলেন, ‘‘ভারতে দু’জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে ৷ দু’টি সংক্রমণই কর্নাটকে ৷ কোনও মারাত্মক উপসর্গ নেই এখনও পর্যন্ত ৷ আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই ৷ বরং সতর্কতা মেনে চলা প্রয়োজন ৷ কোভিড বিধি মেনে চলতে হবে, যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে ৷’’

বিশ্বের 30টি দেশে এখনও পর্যন্ত 373 জন ওমিক্রন (COVID Variant Omicron) আক্রান্তের হদিশ মিলেছে ৷ করোনার এই নয়া রূপ 50 বারেরও বেশি চরিত্রবদল করেছে এবং তার প্রোটিন স্পাইক 32 বার চরিত্রবদল করেছে দাবি বিজ্ঞানীদের ৷ তাই এখনও পর্যন্ত ডেল্টাকে করোনার সবথেকে ভয়ঙ্কর রূপ বলে চিহ্নিত করা হলেও, ওমিক্রন তার চেয়েও বেশি সংক্রামক বলে মনে করা হচ্ছে ৷

যদিও ওমিক্রনের প্রকোপে এখনও পর্যন্ত প্রাণহানির খবর মেলেনি ৷ কিন্তু বিষয়টিকে হালকা ভাবে নেওয়া উচিত নয় বলে ইতিমধ্যেই সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং বিশ্বের তাবড় বিজ্ঞানীরা ৷ করোনার অন্য রূপের তুলনায় ওমিক্রনের চারিত্রিক বৈশিষ্ট্যও অনেকটাই আলাদা, তাই সেটিকে সম্পূর্ণ ভাবে বুঝতে আরও সময় লাগছে বিজ্ঞানীদের ৷

আরও পড়ুন: Covishield vaccine as booster dose: ওমিক্রনকে ঠেকাতে কোভিশিল্ডের বুস্টার ডোজ ব্যবহারের অনুমতি চাইল সেরাম ইনস্টিটিউট

বিষয়টি নিয়ে লব বলেন, ‘‘এখনও পর্যন্ত ওমিক্রন আক্রান্তদের মধ্যে মৃদু উপসর্গই দেখা গিয়েছে ৷ দেশে, বিদেশে কোথাও গুরুতর কিছু ধরা পড়েনি ৷ হু আগেই জানিয়েছে যে, এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে ৷ ভারতে যে দু’জন আক্রান্ত হয়েছেন, তাঁদের সংস্পর্শে আসা সকলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁদের ৷ মেনে চলা হচ্ছে বিধিনিয়ম ৷’

জিনোম সিকোয়েন্সিং করাতে গিয়েই কর্নাটকে দু’জনের শরীরে ওমিক্রন ধরা পড়ে বলে জানিয়েছেন ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর ডিজি বলরাম ভার্গব ৷ নীতি আয়োগের স্বাস্থ্যবিভাগের সদস্য ভিকে পল বলেন, ‘‘এই মুহূর্তে টিকাকরণই একমাত্র উপায় ৷ টিকা নিতে কেউ দেরি করবেন না ৷’’

তবে আপাতত লকডাউন বা উড়ান বন্ধ করে দেওয়ার কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলে পরিষ্কার জানিয়ে দেন ভিকে পল ৷ শিশুদের টিকাকরণ নিয়েও এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ প্রযোজন বুঝে বিশদ আলোচনার পরই এই সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি ৷

আরও পড়ুন:Four more covid positive found at delhi airport : দিল্লিতে আরও চারজন বিদেশ ফেরত যাত্রী কোভিড পজিটিভ

করোনার তৃতীয় ঢেউ এড়াতে পেরে বিশ্বজুড়ে মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, সেই সময় নভেম্বরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনার নয়া রূপ ওমিক্রন, বিজ্ঞানসম্মত নাম বি.1.1.529 (B.1.1.529)-এর (COVID Variant B.1.1.529) হদিশ মেলে ৷ তার পর একে একে বৎসোয়ানা, হংকং-সহ একাধিক দেশে তা ছড়িয়ে পড়তে শুরু করে ৷ পরিস্থিতি বেগতিক দেখে সম্প্রতি বিদেশিদের প্রবেশে কড়া বিধিনিষেধ চালু করে কেন্দ্র ৷ ঝুঁকিপূর্ণ তালিকা প্রকাশ করে 16টি দেশের সঙ্গে উড়ান সংযোগ স্থগিত রাখা হয় ৷ সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে, টিকাকরণে গতি আনার পক্ষে সওয়াল করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও ৷ এই সবের মধ্যেই ভারতে ওমিক্রন এসে গেল ৷

Last Updated : Dec 2, 2021, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details