নয়াদিল্লি, 5 ডিসেম্বর : কর্নাটক, গুজরাত, মহারাষ্ট্রের পর এবার দিল্লিতে পাওয়া গেল ওমিক্রন আক্রান্তের হদিশ (First omicron case in Delhi) ৷ দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দ্র জৈন এই খবর নিশ্চিত করেছেন ৷ দিল্লির লোক নায়েক জয়প্রকাশ হাসপাতালে ভর্তি হয়েছেন 17 জন করোনা আক্রান্ত ৷ তাঁদের মধ্যে 1 জন ওমিক্রনে আক্রান্ত (First omicron case detected in Delhi) ৷
এই নিয়ে এইমুহূর্তে দেশে ওমিক্রনের আক্রান্তের সংখ্যা পাঁচ ৷ তার মধ্যে দিল্লি ছাড়াও কর্নাটকের 2, মহারাষ্ট্র এবং গুজরাতে 1 জন করে আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে ৷ দিল্লিতে ওমিক্রন আক্রান্ত ব্যক্তি তানজানিয়া থেকে এসেছেন ৷ কর্নাটকে যে দুজন ওমিক্রন আক্রান্তের খোঁজ পাওয়া তাঁদের বয়স 66 ও 46 বছর ৷ গুজরাতে শনিবার যে 72 বছরের এক ওমিক্রনে আক্রান্ত ব্যক্তির খোঁজ মিলেছে ৷ তিনি সম্প্রতি জিম্বাবোয়ে থেকে ফিরেছিলেন ৷ এছাড়া মুম্বইয়ে যে দুজন আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে তাঁরা দক্ষিণ আফ্রিকা ও দুবাই থেকে এদেশে এসেছেন ৷