পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Omicron in India : সতর্ক না হলে আগামী দু’মাসে দেশে ওমিক্রনে আক্রান্ত হবেন 10 লক্ষ, দাবি বিশেষজ্ঞদের

আশঙ্কা বাড়াচ্ছে ওমিক্রন (Omicron Variant) ৷ বিশেষজ্ঞদের আশঙ্কা, এখনই সতর্ক না-হলে আগামী দু’মাসের মধ্যেই ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা প্রায় 10 লক্ষে পৌঁছে যাবে (Omicron in India) ! দেশের মোট সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এখনও পর্যন্ত 415 জন করোনা আক্রান্তের (Covid Positive Patient) শরীরে ওমিক্রনের হদিশ মিলেছে ৷ এঁদের মধ্যে শুধুমাত্র শুক্রবারই নতুন করে 115 জন ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে ৷

omicron cases in india will reach 10 lakh within next two months, says experts
Omicron in India : সতর্ক না হলে আগামী দু’মাসে দেশে ওমিক্রনে আক্রান্ত হবেন 10 লক্ষ, দাবি বিশেষজ্ঞদের

By

Published : Dec 25, 2021, 9:10 PM IST

তিরুঅনন্তপুরম, 25 ডিসেম্বর : এখনই সতর্ক না-হলে আগামী দু’মাসের মধ্য়েই ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা প্রায় 10 লক্ষে পৌঁছে যাবে (Omicron in India) ! এই আশঙ্কা প্রকাশ করেছেন কেরালার কোভিড বিশেষজ্ঞ দলের এক সদস্য ৷ তাঁর দাবি, ওমিক্রনকে বাগে আনতে যা যা করণীয়, তা করার জন্য ভারতের হাতে মাত্র একমাস সময় রয়েছে ৷ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ড. টি এস অনীশ বলেন, ‘‘এখনও পর্যন্ত গোটা বিশ্বে যে প্রবণতা দেখা গিয়েছে, সেই অনুসারে বলা যায়, ওমিক্রন আক্রান্তের সংখ্য়া মাত্র দুই-তিনদিনের মধ্যেই 1 হাজারে পৌঁছে যায় ৷ আর 10 লক্ষে পৌঁছতে সময় লাগে প্রায় দু’মাস ৷ ওমিক্রনের সংক্রমণ ব্যাপক হারে শুরু হওয়ার আগে আমাদের হাতে আর একমাসের বেশি সময় নেই ৷ আমাদের একে আটকাতেই হবে ৷’’

আরও পড়ুন :Corona Update in India : দৈনিক সংক্রমণ বেড়ে 7 হাজার পার, ওমিক্রনে আক্রান্ত 415

একইসঙ্গে ড. অনীশ জানিয়েছেন, যাঁরা ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন, তাঁদের অধিকাংশই বিদেশ ফেরত ৷ অন্য দেশে আক্রান্ত হওয়ার পর এদেশে ফিরে বাকিদের সঙ্গে মিশে যাচ্ছেন তাঁরা ৷ ফলে ক্রমেই দেশবাসীর মধ্যে ছড়িয়ে পড়ছে করোনার নবতম এই সংস্করণ (Omicron Variant) ৷ তাই ভারতের মতো জনবহুল দেশে ওমিক্রনকে ঠেকিয়ে রাখা অত্যন্ত কঠিন বলেই মনে করেন ড. অনীশ ৷ আর এই কারণেই অবিলম্বে কঠোরভাবে কোভিডবিধি পালন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরিকাঠামোকে তৈরি রাখার পক্ষে সওয়াল করেছেন তিনি ৷ না হলে আর কিছুদিনের মধ্যেই পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে বলে মনে করছেন ড. অনীশ ৷

একই সুর শোনা গিয়েছে হায়দরাবাদের কৃষ্ণা ইনস্টিটিউট অফ মেডিক্য়াল সায়েন্সেসের ডিরেক্ট ড. সম্বিত সাহুর গলাতেও ৷ তাঁর অনুমান, 2022 সালের জানুয়ারি মাসেই দেশজুড়ে প্রবলভাবে বাড়বে ওমিক্রনের সংক্রমণ ৷ ড. সাহু বলেন, ‘‘জানুয়ারি মাসের মধ্যেই কোভিড আক্রান্তের সংখ্য়া বিপুল বাড়তে পারে ৷ কারণ, আমরা বাকি বিশ্বের থেকে আলাদা কিছু নই ৷ গোটা পৃথিবী যা প্রত্যক্ষ করছে, আমাদেরও তা দেখতে হবে ৷ তবে আমাদের আশা, এর আগে আশঙ্কাজনক রোগীদের সংখ্যা যতটা বেশি ছিল, এবার হয়তো ততটা হবে না ৷’’

আরও পড়ুন :Night curfew imposed in UP: ওমিক্রন রুখতে নাইট কার্ফু উত্তরপ্রদেশে, কড়াকড়ি বিয়ের অনুষ্ঠানেও

প্রসঙ্গত, ইতিমধ্যেই গোটা দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা 400 পেরিয়েছে ৷ দেশের মোট সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এখনও পর্যন্ত 415 জন করোনা আক্রান্তের (Covid Positive Patient) শরীরে ওমিক্রনের হদিশ মিলেছে ৷ এঁদের মধ্যে শুধুমাত্র শুক্রবারই নতুন করে 115 জন ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details