হায়দরাবাদ, 15 ডিসেম্বর :এবারতেলেঙ্গানায় মিলল ওমিক্রন আক্রান্তের সন্ধান ৷ এই রাজ্যের হায়দরাবাদে (Omicron in Hyderabad) 2 জন ওমিক্রন সংক্রামিতের খোঁজ পাওয়া গিয়েছে (Omicron cases detected in Telangana) ৷
ওমিক্রন সংক্রামিতদের (Omicron infected foreign nationals) মধ্যে দু'জনই বিদেশি নাগরিক, জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর ৷ সংক্রামিতদের (Omicron infected) মধ্যে একজন আফ্রিকা মহাদেশের কেনিয়ার মহিলা নাগরিক (Kenyan National), তাঁর বয়স 24 ৷ তিনি 12 ডিসেম্বর হায়দরাবাদের আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন, জানিয়েছেন তেলেঙ্গানার জনস্বাস্থ্য অধিকর্তা (Director of Public Health) জি শ্রীনিবাস রাও (G Srinivasa Rao) ৷ আরেকজন সোমালিয়ার পুরুষ নাগরিক (Somalia National) ৷ সংক্রামিত দু'জনেই ৷
তিনি আরও জানান, সংক্রামিত দু'জনেই উপসর্গহীন ৷ সংক্রমণের কোনও লক্ষণ দেখা যায়নি বিদেশি দুই নাগরিকের মধ্যে ৷ জিনোম সিকোয়েন্সিং-এর (Genome Sequencing) মাধ্যমে তাঁদের ওমিক্রনে সংক্রামিত হওয়ার বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া গিয়েছে ৷