গৌতম বুদ্ধ নগর (উত্তরপ্রদেশ), 25 এপ্রিল : করোনা আক্রান্ত মামার জন্য টুইটারে সাহায্য চাইলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ৷ যিনি আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা ৷
রবিবার তাঁর টুইটার হ্য়ান্ডেলে ওমর লেখেন, ‘‘অবিলম্বে সাহায্য দরকার ৷ আমার মামা কোভিডে আক্রান্ত ৷ তাঁর একটি ইনজেকশন দরকার ৷ দয়া করে সাহায্য করুন ৷ ওঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ৷’’ এই টুইট বার্তার সঙ্গে যোগাযোগের জন্য একটি নম্বরও শেয়ার করেন ওমর ৷
পরে উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর পুরসভার তরফ থেকে জানানো হয়, ওই ব্যক্তির সহায়তার জন্য মুখ্যমন্ত্রীর দফতর থেকে একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে ৷