পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আমরা নিজেদের বাড়িতেই বন্দি, টুইটারে ক্ষোভ ওমর আবদুল্লার - কাশ্মীর

তাঁদের নিজেদের বাড়িতেই তালাবন্দি করে রাখা হয়েছে৷ রবিবার টুইটারে এমনই অভিযোগ করলেন ওমর আবদুল্লা৷ তাঁর অভিযোগ, তাঁর বাবা, বোন এবং বোনের সন্তানদেরও একইভাবে বন্দি জীবন কাটাতে বাধ্য করা হচ্ছে৷

Omar Abdullah Says His Whole Family "Locked Up In Home" In "New J&K"
আমরা নিজেদের বাড়িতেই বন্দি, টুইটারে ক্ষোভ ওমর আবদুল্লার

By

Published : Feb 14, 2021, 9:26 PM IST

দিল্লি, 14 ফেব্রুয়ারি: তাঁদের নতুন বাড়িতে তাঁকে এবং তাঁর গোটা পরিবারকে ‘তালাবন্দি’ করে রাখা হয়েছে৷ রবিবার টুইটারে এমনই অভিযোগ করেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা৷ তিনি লেখেন, ‘‘ওরা আমার বাড়িতে আমাকে আর আমার বাবাকে (যিনি একজন বর্তমান সাংসদ) বন্দি করে রেখেছে৷ এটা অত্য়ন্ত খারাপ৷ আমার বোনকে এবং তাঁর দুই সন্তানকেও তালাবন্দি করে রাখা হয়েছে তাঁদের বাড়িতে৷’’

ওমরের আক্ষেপ, 2019-এর অগাস্টের পর এই হল ‘‘নয়া জম্মু-কাশ্মীর৷ কোনও কারণ ছাড়াই আমাদের নিজেদের বাড়িতে তালাবন্দি করে রাখা হয়েছে৷’’

অন্য় একটি টুইটে ওমর অভিযোগ করেন, তাঁদের বাড়িতে বন্দি করে রাখা হলেও বাড়ির কাজের লোকেদের সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না৷ এই ঘটনা উল্লেখ করে ওমর একে ‘‘গণতন্ত্রের নতুন মডেল’’ বলেও কটাক্ষ করেন৷ তাঁর নিশানায় যে কেন্দ্রের মোদি সরকার, সেকথা বলাই বাহুল্য৷

আরও পড়ুন:মুক্তির পর দিনই ফারুখ আবদুল্লা ও ওমর আবদুল্লার সঙ্গে সাক্ষাৎ মেহবুবার

প্রসঙ্গত, 2019 সালের অগাস্ট মাস থেকেই গৃহবন্দি হয়ে রয়েছেন ওমর আবদুল্লা৷ জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা লোপ করার পরই এই পদক্ষেপ করে কেন্দ্র৷ বন্দি করে রাখা হয়েছিল তাঁর বাবা ফারুখ আবদুল্লা এবং রাজ্য়ের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকেও৷

ABOUT THE AUTHOR

...view details