শ্রীনগর, 20 জুন : জম্মু-কাশ্মীর নিয়ে সর্বদলীয় বৈঠকে আমন্ত্রণ পেয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ ৷ আগামী বৃহস্পতিবার, 24 জুন, বিকেল 3টেয় নিউ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এই বৈঠকে 14 জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ ওমর ছাড়া জম্মু ও কাশ্মীরের আরও দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাহ, পিডিপি প্রধান মেহবুবা মুফতি আর কংগ্রেস নেতা গুলাম নবি আজাদও থাকবেন ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব সংশ্লিষ্ট নেতাদের আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ৷
আরও পড়ুন : উত্তরপ্রদেশে বিজেপির সহ-সভাপতি মোদি ঘনিষ্ঠ প্রাক্তন আমলা