পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Woman Mauled By Pet Pit Bull: ছাদে ঘোরার সময় হঠাৎ হামলা পোষ্য পিটবুলের, মৃত অশীতিপর বৃদ্ধা - Pit Bull

পোষ্যের হামলায় মৃত্যু হল 82 বছরের এক বৃদ্ধার ৷ বাড়ির ছাদে পোষ্যের সঙ্গে হাঁটার সময় এই ঘটনা ঘটে (Old Woman Dead After Being Attacked by Pet Pit Bull in Lucknow) ৷ লখনউয়ের কাইসরবাগের বাঙালিতলা এলাকার ঘটনায় পৌরনিগমের তরফে পিটবুল প্রজাতির ওই কুকুর পোষার লাইসেন্স ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে ৷

Old Woman Dead After Being Attacked by Pet Pit Bull in Lucknow
Old Woman Dead After Being Attacked by Pet Pit Bull in Lucknow

By

Published : Jul 13, 2022, 3:35 PM IST

লখনউ, 13 জুলাই: পোষ্য পিটবুলের আক্রমণে বৃদ্ধার মৃত্যু (Old Woman Dead After Being Attacked by Pet Pit Bull in Lucknow) ৷ লখনউয়ের কাইসরবাগের বাঙালিতলা এলাকার বাসিন্দা 82 বছরের সুশীলা ত্রিপাঠী ৷ পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে ওই পোষ্যের সঙ্গে বাড়ির ছাদে হাঁটছিলেন তিনি ৷ সেই সময় অতর্কিতে আমেরিকান ব্রিডের এই কুকুরটি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকার উপর হামলা চালায় ৷ তাঁর শরীরের একাধিক জায়গায় আঘাত করে সে ৷ হাসপাতালে নিয়ে গেলে সুশীলা ত্রিপাঠীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ৷

সুশীলা ত্রিপাঠী লখনউয়ের কাইসরবাগে ছেলে এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে থাকতেন ৷ তাঁদের বাড়িতে একটি ল্যাবরাডর এবং আমেরিকান পিটবুল প্রজাতির কুকুর রয়েছে ৷ মঙ্গলবার সকালে দু’টি কুকুরে সঙ্গে বাড়ির ছাদে হাঁটছিলেন তিনি ৷ সেই সময়ই পিটবুলটি বৃদ্ধার উপর আক্রমণ করে ৷ বয়সের কারণে কুকুরের আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হন তিনি ৷ সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন ৷ পুলিশ সূত্রে খবর, কুকুরটি তাঁর শরীরের একাধিক জায়গায় কামড়ায় এবং আঁচড় দেয় ৷

এই ঘটনায় সুশীলা ত্রিপাঠীকে স্থানীয় বলরামপুর হাসাতালের ট্রমা কেয়ারে ভর্তি করা হলে, সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ এর পর হাসপাতালের তরফে তাঁর দেহ পুলিশের হাতে তুলে দেওয়া হয় ময়নাতদন্তের জন্য ৷ পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তে জানা গিয়েছে সুশীলা ত্রিপাঠীর শরীরের 13টি জায়গায় কামড় দিয়েছে কুকুরটি ৷ আর তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ পাওয়া গিয়েছে ৷

আরও পড়ুন:Thief Poisoned Pet: চুরি করতে এসে পোষ্যকে বিষ খাইয়ে মারল দুষ্কৃতী ! শোকস্তব্ধ দম্পতি

লখনউ পৌরনিগমের আধিকারিকরা এ দিন সকালে ওই বাড়িতে যান ৷ কিন্তু, বাড়িতে তালা বন্ধ থাকায় ফিরে আসেন তাঁরা ৷ মূলত, বিদেশি ওই কুকুর পোষার লাইসেন্স তাঁদের ছিল কি না এবং থাকলেও নিয়ম মেনে তাঁর প্রতিপালন হচ্ছিল কি না, তা খতিয়ে দেখতে যান পৌরনিগমের পোষ্য বিভাগের আধিকারিক এবং বিশেষজ্ঞরা ৷

ABOUT THE AUTHOR

...view details