চামরাজানগর (কর্নাটক), 16 ডিসেম্বর: একটি সম্পত্তি বিবাদের মামলায় (Property Dispute Case) একজন অসুস্থ বৃদ্ধা মহিলাকে শুনানির জন্য আদালতে শয্যাশায়ী অবস্থায় হাজির করানো হল ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কর্নাটকের (Karnataka) চামরাজানগর জেলার কোলেগালা তালুকে । ওই মহিলা আদালতের সহকারি কমিশনারের কাছে হাজির হয়েছিলেন ৷ সেখানে তিনি জানান, তাঁর ছেলে জালিয়াতি করে তাঁর পুরো সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছে ৷
চামরাজানগরের বাসিন্দা মমতাজ বেগম (75) তাঁর ছোট ছেলে আব্দুল রাজ্জাকের (সিদ্দিক) বিরুদ্ধে প্রিজারভেশন অ্যান্ড প্রোটেকশন অফ সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007-এর অধীনে আদালতে আবেদন করেছিলেন ৷ কিন্তু তিনি অসুস্থতার কারণে গত দুই মাস বিচারে অংশ নিতে পারেননি । এর পরিপ্রেক্ষিতে তাঁকে ডিসেম্বরে আদালতে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয় আদালতের তরফে ।
মমতাজের মেয়ে নূর আয়েশা তাঁর আত্মীয়দের সহায়তায় তাঁর মাকে বিচারের জন্য শয্যাশায়ী অবস্থায় আদালতে হাজির করেন ৷ এতে চমকে গিয়েছেন সকলেই । জানা গিয়েছে, মমতাজের তিন কন্যা ও ছয় ছেলে ৷ তাঁর স্বামী নিসার আহমেদের মৃত্যুর পর তাঁর নামে 3.28 একর জমি পেয়েছিলেন ।