পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Old Lady Stripped Naked and Beaten: বৃদ্ধাকে নগ্ন করে মার ! ঔরঙ্গাবাদের ঘটনায় চাঞ্চল্য - মহারাষ্ট্র

মহারাষ্ট্রের (Maharashtra) ঔরঙ্গাবাদের (Aurangabad) বাসিন্দা এক বৃদ্ধাকে বিবস্ত্র করে বেধড়ক মার (Old Lady Stripped Naked and Beaten) ! কেন ঘটল এমন ন্যক্কারজনক ঘটনা ?

Old Lady Stripped Naked and Beaten in a Aurangabad village of Maharashtra
Old Lady Stripped Naked and Beaten: বৃদ্ধাকে নগ্ন করে মার ! ঔরঙ্গাবাদের ঘটনায় চাঞ্চল্য

By

Published : Dec 5, 2022, 2:08 PM IST

ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র), 5 ডিসেম্বর: নাতির বিরুদ্ধে এক তরুণীকে নিয়ে পালানোর অভিযোগ ! আর শুধুমাত্র সেই অজুহাতেই অসহায় এক বৃদ্ধার উপর অকথ্যা অত্যাচার চালানোর অভিযোগ উঠল এক ব্যক্তি ও তাঁর সাঙ্গোপাঙ্গোদের বিরুদ্ধে (Old Lady Stripped Naked and Beaten) ৷ সূত্রের দাবি, অভিযুক্তরা প্রথমে ওই বৃদ্ধাকে মারধর করেন ৷ তাঁর পরনের পোশাক সম্পূর্ণ ছিঁড়ে দেন ৷ এবং বিবস্ত্র অবস্থাতেও বৃদ্ধাকে আরও মারেন ! সেইসঙ্গে, সম্পূর্ণ ঘটনার ভিডিয়ো তৈরি করে তা সোশাল মিডিয়ায় 'আপপলোড' করারও অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে ! মহারাষ্ট্রের (Maharashtra) ঔরঙ্গাবাদের (Aurangabad) এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ ৷ ঘটনার তদন্ত চলছে ৷

প্রাথমিকভাবে জানা গিয়েছে, আক্রান্ত বৃদ্ধা ঔরঙ্গাবাদের গঙ্গাপুর তালুকের বাসিন্দা ৷ স্থানীয় পরধি এলাকায় নাতির সঙ্গে থাকেন তিনি ৷ সূত্রের দাবি, হঠাৎই বিবেক ওরফে চালব্য পিম্পল নামে এক ব্যক্তি বৃদ্ধার বাড়িতে এসে চড়াও হন ৷ সেই সময় বৃদ্ধা বাড়িতে একা ছিলেন ৷ ওই ব্যক্তি ওজার গ্রামের বাসিন্দা ৷ তাঁর সঙ্গে কিছু সাঙ্গোপাঙ্গোও ছিল ৷ বিবেক বৃদ্ধাকে বলেন, বৃদ্ধার নাতি তাঁর মেয়েকে ফুসলিয়ে নিয়ে গিয়েছে এবং তারপর থেকে ওই তরুণ-তরুণীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ আগন্তুকরা এখানেই থামনেনি ৷ অভিযোগ, এরপরই বৃদ্ধাকে মারধর করতে শুরু করেন বিবেক ও তাঁর সঙ্গে আসা লোকজন ৷ মারের চোটে বৃদ্ধার পোশাক সম্পূর্ণ ছিঁড়ে যায় ৷ বিবস্ত্র বৃদ্ধা হাত জোড় করে বারবার হামলাকারীদের থামার অনুরোধ করলেও তাতে কোনও লাভ হয়নি ৷ বদলে তাঁরা আরও বেশি করে বৃদ্ধাকে মারতে থাকেন !

আরও পড়ুন:দান্তা বিধানসভার কংগ্রেস প্রার্থীকে বেধড়ক মারধর করেছে বিজেপি, অভিযোগ রাহুলের

সূত্রের দাবি, বিবেকের সঙ্গে থাকা আর এক ব্যক্তি এই ঘটনার ভিডিয়ো রেকর্ডিং করেন ৷ পরে সেই ভিডিয়ো 'পোস্ট' করা হয় সোশাল মিডিয়ায় ৷ সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল (Viral Video) হয়েছে ৷ ভিডিয়ো দেখে ঘটনার প্রতিবাদে সামিল হয়েছেন নেটনাগরিকরা ৷ ঘটনা গড়িয়েছে থানা পর্যন্ত ৷ হামলাকারীদের বিরুদ্ধে স্থানীয় গঙ্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ পুলিশের দাবি, তারা ঘটনার তদন্তে শুরু করেছে ৷ কিন্তু, অভিযুক্তদের গ্রেফতার হওয়ার কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details