মুম্বই, 26 মার্চ : গত 5 দিনে চারবার বেড়েছে জ্বালানির দাম ৷ তার পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি ৷ কেন্দ্রীয় মন্ত্রীর যুক্তি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে (Oil Prices Increased Due to Russia-Ukraine War Says Nitin Gadkari) ৷ ফলে পেট্রল ও ডিজেলের দামের নিয়ন্ত্রণ ভারত সরকারের হাতে নেই ৷ মুম্বইয়ে একটি সম্মেলনে অংশ নিয়ে এরই পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী হিন্দুত্ব নিয়েও তাঁর মত পোষণ করেন ৷ কার্যত অভিযোগের সুরে তিনি বলেন, ‘‘কখনও কখনও হিন্দুত্বকে ভুলভাবে উপস্থাপন করা হয় ৷’’
ওই সম্মেলনে নীতিন গড়করিকে পেট্রল-ডিজেলের দাম নিয়ে প্রশ্ন করা হয় ৷ সেখানে তিনি জানান, ‘‘ভারতে 80 শতাংশ জ্বালানি তেল আমদানি করা হয় ৷ রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে গেছে ৷ আর এবিষয়ে কিছুই করা যাবে না ৷ তিনি আরও বলেন, ‘‘আমরা 2044 সাল থেকে ভারতকে আত্মনির্ভর করতে জোর দিচ্ছি ৷ আর তাই আমাদের দেশীয় শক্তি উৎপাদন ক্ষমতাকে বাড়িয়ে তুলতে হবে ৷ আর আমাদের নিজস্ব জ্বালানি প্রস্তুত করতে হবে ৷’’