নয়াদিল্লি, 11 সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে তেলের দাম সাত মাসে সবচেয়ে কম ৷ তাতে ভারতের বাজারে কোনও প্রভাব পড়েনি অবশ্য ৷ দেশের বিভিন্ন রাজ্যে পেট্রল ও ডিজেলের বিক্রয় মূল্যে (Retail Price) কোনও বদল হয়নি ৷ বিগত পাঁচ মাস ধরে দেশে জ্বালানির দাম ক্রমশ বেড়েছে ৷ এ বছরের ফেব্রুয়ারি মাসের পর থেকে গত সপ্তাহে প্রথম আন্তর্জাতিক বাজারে (International benchmark Brent crude fell) ব্রেন্ট ক্রুড অয়েলের (অপরিশোধিত তেল) দাম প্রতি ব্যারেলে 90 মার্কিন ডলারের নীচে নামে (Oil prices at seven month low but no change in petrol, diesel prices in India) ৷
বর্তমানে অপরিশোধিত তেলের দাম 92.84 মার্কিন ডলার/প্রতি ব্যারেল, যা বিগত ছ'মাসে সবচেয়ে কম ৷ রাশিয়া নর্থ স্ট্রিম পাইপলাইনের কাজ স্থগিত রেখেছে, তেল রফতানিকারক দেশগুলির গোষ্ঠী ওপেক (Organization of the Petroleum Exporting Countries, OPEC) এবং তাদের সহযোগী ওপেক (OPEC+) তেলের উৎপাদন কমিয়ে দিয়েছে ৷ এসব সত্ত্বেও ক্রুড অয়েলের দাম নিম্নমুখী (International oil prices) ৷ তাতে অবশ্য দেশে পেট্রল ও ডিজেলের বিক্রিতে কোনও পরিবর্তন হয়নি ৷ একটানা 158 দিন ধরে দামের বদল না হয়ে রেকর্ড গড়েছে দেশ ৷
শুক্রবার পেট্রলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী (Petroleum Minister Hardeep Singh Puri) সাংবাদিকদের বলেন, "যখন বিশ্ব বাজারে দাম ঊর্ধ্বমুখী ছিল, তখন আমাদের (পেট্রল ও ডিজেল) দাম কমই ছিল ৷" উলটে তাঁরই প্রশ্ন "আমরা কি সেই ক্ষতি পূরণ করতে পেরেছি ?" 6 এপ্রিল থেকে যে দাম রয়েছে, তাতে কী ভাবে ক্ষতি হল, তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি ৷
আরও পড়ুন: রাশিয়ার তেলের দাম নিয়ন্ত্রণের প্রস্তাবে আগ্রহী ভারত, দাবি মার্কিন আধিকারিকের