পালগড়(মহারাষ্ট্র), 30 মে : ঘূর্ণিঝড় তখতের তাণ্ডবের প্রভাব পড়ল মহারাষ্ট্রের পালগড় জেলার উপকূলে ৷ পালগড় উপকূলে ডুবে যাওয়া বার্জ থেকে শনিবার তেল চুঁইয়ে পড়তে দেখা গিয়েছে বলে ভারতীয় কোস্ট গার্ডের তরফে জানানো হয়েছে ৷ বার্জটি ঘূর্ণিঝড় তখতে স্থলভাগে আছড়ে পড়ার সময় সেটি মাঝ সমুদ্রে চালু ছিল ৷ ভারতীয় কোস্ট গার্ডের তরফে জানানো হয়েছে, সমুদ্রের জলের মধ্যে প্রায় 50 প্রস্থ এলাকায় তেলের একটি রুপোলি চমক দেখা গিয়েছে এবং সেই মতো সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ সেই তেল সমুদ্রের পাড়ে পৌঁছায়নি বলে জানানো হয়েছে ৷
প্রসঙ্গত, গত 17 এপ্রিল মহারাষ্ট্রে ঘূর্ণিঝড় তখতে আছড়ে পড়ার আগেই ওই এলাকা থেকে 137 জনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ৷ পালগড় জেলা বিপর্যয় বিভাগের প্রধান বিবেকানন্দ কদম জানিয়েছেন, ওই বার্জের ছিদ্রটি দেখা দিয়েছে ভাদারাই উপকূলে, যা মুম্বইয়ের কাছেই ৷ সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, মহারাষ্ট্র মেরিটাইম বোর্ড এবং ভারতীয় কোস্ট গার্ডের আধিকারিকরা সেখানে পৌঁছেছেন ৷ ছিদ্রটিকে দ্রুত মেরামত করার কাজ চলছে বলে জানিয়েছেন পালগড় জেলা বিপর্যয় বিভাগের প্রধান ৷