নয়াদিল্লি, 9 জুন: কোভিড-19 এর সাব ভ্যারিয়্যেন্ট জেএন.1-এ আক্রান্তের সংখ্য়া সোমবার পর্যন্ত পৌঁছেছে 819-এ পৌঁছেছে ৷ সরকারি সূত্র থেকে এই তথ্য মিলেছে ৷ ওই সূত্র আরও জানিয়েছে যে এই সংখ্যা দেশের 12টি রাজ্যের ৷ এই রাজ্যগুলি হল - মহারাষ্ট্র (250 জন আক্রান্ত), কর্ণাটক (199 জন আক্রান্ত), কেরালা (148 জন আক্রান্ত), গোয়া (49 জন আক্রান্ত), গুজরাত (36 জন আক্রান্ত), অন্ধ্রপ্রদেশ (30 জন আক্রান্ত), রাজস্থান (30 জন আক্রান্ত), তামিলনাড়ু (26 জন আক্রান্ত), তেলেঙ্গানা (26 জন আক্রান্ত), দিল্লি (21 জন আক্রান্ত), ওড়িশা (3 জন আক্রান্ত) ও হরিয়ানা (3 জন আক্রান্ত) ৷
সরকারি সূত্র থেকে জানা গিয়েছে, জেএন.1 সাব ভ্যারিয়্যান্টে আক্রান্তের সংখ্যা বাড়ছে ৷ তবে এই নিয়ে এখনই বেশি আতংকিত হওয়ার কিছু নেই ৷ কারণ, আক্রান্তদের অধিকাংশই বাড়িতে থেকে চিকিৎসা করাচ্ছেন ৷ আক্রান্তরা অসুস্থও হচ্ছেন সামান্য় ৷ যদিও কেন্দ্রীয় সরকারের তরফে পুরো পরিস্থিতির উপর কড়া নজর রাখতে বলা হয়েছে ৷ এই সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ কেন্দ্রের তরফে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে পাঠানো হয়েছে ৷