নয়াদিল্লি, 14 সেপ্টেম্বর:হিন্দি দিবসে (Hindi Diwas), ভাষার ব্যবহারিক গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর কথায়, ‘‘সরকারি ভাষা হিন্দি, দেশকে ঐক্যের সুতোয় বেঁধে রেখেছে (Language Hindi Unites Nation in Thread of Unity) ৷’’ এদিন হিন্দি দিবস নিয়ে একটি টুইট করে এমনটাই জানান শাহ ৷ সেখানে তিনি হিন্দি ভাষা নিয়ে তাঁর মতামত এবং ভাবনা ব্যক্ত করেন ৷ পাশাপাশি, এও জানান, শুধু মাত্র হিন্দি নয় ৷ বহুমাত্রিক ভাষার দেশ ভারতের আঞ্চলিক ভাষাগুলিকেও সমানভাবে গুরুত্ব দিতে বদ্ধপরিকর নরেন্দ্র মোদির সরকার ।
এদিন সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘‘সরকারি ভাষা হিন্দি দেশকে ঐক্যের সুতোয় বেঁধে রেখেছে ৷ সকল ভারতীয় ভাষার বন্ধু হল হিন্দি ৷ মোদি সরকার হিন্দির পাশাপাশি অন্য আঞ্চলিক ভাষাগুলিকে সমানভাবে তুলে ধরতে বদ্ধপরিকর ৷ আমি সেই সকল ব্যক্তিদের আমার সম্মান জানাই যাঁরা হিন্দি ভাষার সংরক্ষণ ও প্রচারে অবদান রেখেছেন ৷ সকলকে ‘হিন্দি দিবসে’র অভিনন্দন ৷’’